Saturday, December 11, 2021

স্বপ্ন ভঙ্গ


পশ্চিমা বিশ্ব অনেক চোর বাটপার তৈরি করে তৃতীয় বিশ্বের দেশগুলো নিজেদের বলয়ে রাখার জন্য, কিন্তু যখনই এসব লোক তাদের দেশে আশ্রয় নিতে চায়, তাদের অচ্ছুত বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। তাই পশ্চিমা বিশ্বকে অভয়ারণ্য মনে করে যারা দেশে অন্যায় ভাবে টাকার পাহাড় গড়ে তোলে তাদের বোঝার সময় এসেছে যে যুগ বদলে গেছে। নিজেদের ক্ষমতার লাগাম টেনে ধরতে না পারলে এ টাকার পাহাড় চাপা পড়ে নিজেদের অকাল মৃত্যু হতে পারে।

দুবনা, ১১ ডিসেম্বর ২০২১

No comments:

Post a Comment