Monday, December 27, 2021

জানা


রুশরা বলে প্রত্যেককে নিজের ক্রস নিজেকেই বইতে হয়। তবে অধিকাংশ মানুষ নিজের ভুলের দায়টা অন্যের কাঁধে চাপিয়ে দেয় যদিও মাশুল দেয় নিজেই। ফলে তারা আজীবন নিজেদের পরিস্থিতির শিকার বলে মনে করে হতাশায় ভুগে। অথচ কষ্ট করে কারণ অন্বেষণ করে নিজের ভুলটা বুঝতে পারলে হয়তো অনেক আগেই নতুন করে জীবন গড়ে তুলতে পারত। 
নিজেকে জানার অনাগ্রহ থেকেই এর জন্ম। সাধে কি সক্রেটিস আমাদের বলেছেন "নিজেকে জান।"

মস্কো, ২৭ ডিসেম্বর ২০২১

No comments:

Post a Comment