বুদ্ধিজীবী আজ অনেকটা ডিগ্রির মত হয়ে গেছে। একজন বুয়েট বা মেডিক্যালের ছাত্র নিয়ে অনেক আশা থাকে বলে তারা আলোচনায় আসে, কিন্তু পাশ করলেই এই আলোচনা সমালোচনায় পরিনত হয়, কারণ দেখা যায় তখন তারা শুধুই একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তার যে তার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিজের বিদ্যা বুদ্ধি কাজে লাগাচ্ছে। একই ভাবে বুদ্ধিজীবী খেতাব পাওয়ার আগে এরা সমাজ ভাবনায় সক্রিয় বিধায় আলোচনার বস্তু, কিন্তু খেতাব পেয়ে গেলে এরা অন্য দশজনের মত সেটা বিক্রি করে পকেটের স্বাস্থ্য ভালো রাখতে ব্যস্ত। তাই হয়তো এদের বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে কেউ কথা বলতে আগ্রহী নয়। বুদ্ধি যখন জীবন না হয়ে জীবিকায় পরিণত হয় তখন তা সাধারণের আলোচনার বাইরে চলে যায়।
দুবনা, ৩০ ডিসেম্বর ২০২১
No comments:
Post a Comment