Tuesday, February 28, 2023

পাওয়া

খবরে প্রকাশ পরীক্ষা না দিয়েও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে একজন। এতে কি অবাক হবার কিছু আছে? আজ রাজনীতি থেকে শুরু করে সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে (কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ বাদে) সবাই শুধু নিতে আর পেতে আসে, দেয় না কেউ। রাজনীতিবাজরা দেশ ও জাতির জন্য কিছু না দিয়েও পাহাড় পরিমান সম্পদের মালিক হয়। নেয়ার এই সংস্কৃতিতে পরীক্ষা না দিয়ে বৃত্তি পাওয়া কি খুব বড় অপরাধ? 

দুবনা, ০১ মার্চ ২০২৩

পাপ

শুনছি ঋষি সুনকের অর্থনৈতিক পদক্ষেপে ব্রিটেনের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষ নাকি তিনটের বেশি টমেটো কিনতে পারছে না। না, পয়সার অভাবে নয়, টমেটোরা নাকি ব্রিটেনের উপর স্যাঙ্কশন আরোপ করেছে ওদের মিথ্যাচারিতার জন্য। মনে পড়ছে আশির দশকের শেষের দিকের সোভিয়েত ইউনিয়নের কথা। রনি তখন গর্বিকে বলেছিলেন, "সমাজতন্ত্র পুঁজিবাদকে বাইপাস করে সাম্যবাদে যাবার পথ নয়, সামন্তবাদ থেকে পুঁজিবাদে পৌঁছুনোর রক্তাক্ত ও দীর্ঘ পথ।" এখন ইউরোপের বিভিন্ন দেশের অবস্থা আর সোভিয়েত ইউনিয়নের আশির দশকের সমাজতন্ত্র দেখে মনে হচ্ছে, "পুঁজিবাদ হচ্ছে সামন্তবাদ থেকে সমাজতন্ত্রের তৃতীয় শ্রেণির ভার্সনে পৌঁছুনোর দীর্ঘ, রক্তাক্ত পথ।" তবে এসব ঘটনায় আমি অন্য কারণে একটু মজা পাচ্ছি। শেষ পর্যন্ত পলাশীর যুদ্ধের প্রতিশোধ নিচ্ছে কোন ভারতীয় বংশোদ্ভূত। ওরা মীর জাফরকে কিনে ভারতীয়দের অশেষ কষ্ট দিয়েছে। এখন এক ভারতীয় ওদের ঘরে ঢুকে সেই অত্যাচারের প্রতিশোধ নিচ্ছে। পাপে ছাড়ে না বাপেরে।

দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

Monday, February 27, 2023

নিয়ন্ত্রণ

অনিয়ন্ত্রিত কোন কিছুই ভালো নয় কারণ সেটা একদিন ফ্র্যাঙ্কেষ্টাইনের রূপ নিতে পারে। এমনকি স্বাধীনতাকেও দায়িত্ব ও কর্তব্য দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। তাই কোন সৃষ্টি ধ্বংসের কারণ হবে কিনা সেটা নির্ভর করে তার উপর আমাদের কতটুকু নিয়ন্ত্রণ থাকবে তার উপর। সেটা আইই হোক আর যাই হোক। এটাও আইন সবার জন্য সমান সেই নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা কারও প্রতি পক্ষপাতদুষ্ট হলেই সে মাথায় ওঠে, নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিপদ ডেকে আনে।

দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

Sunday, February 26, 2023

অর্থ

সব অর্থনৈতিক কাজ-কর্মই অর্থপূর্ণ ও নৈতিক নয়। উল্টা বেশির ভাগ, বিশেষ করে যেখানে বিপুল অর্থের ছড়াছড়ি, ক্ষেত্রেই তা অর্থহীন ও অনৈতিক। আর এখানেই অর্থের প্যারাডক্স।

মস্কো, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

জ্যাম

রাস্তা থেমে আছে। একেবারেই এগুচ্ছে না। অনেক দিন পরে এমন কাঁঠালের আঠায় আটকে গেলাম।

মস্কোর পথে, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Saturday, February 25, 2023

জিপিএ ফাইভ রোগ

বই মেলায় বই প্রকাশ করা না করা নিয়ে কবি, সাহিত্যিক ও লেখকদের উত্তেজনা বা হতাশা দেখে মনে হয় তারাও এসএসসি বা এইচএসসি পরীক্ষায় বসা ছাত্র-ছাত্রীদের মত জিপিএ ফাইভ রোগে আক্রান্ত। আর পাঠক হল প্রতিবেশী যারা ছাত্র-ছাত্রীদের মত কবি সাহিত্যিকদের বিচার করে বই মেলায় তাদের সৃষ্টি কাগুজে রূপ পেল কি না তার ভিত্তিতে।

দুবনা, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

বিনয়

বিভিন্ন সময়ে নিজে দেখে ও অন্যদের অভিজ্ঞতা শুনে মনে হয় আমাদের সব দেশ কী সরকারি কী বেসরকারি সব ধরণের অফিস কর্মীরা বেশির ভাগ ক্ষেত্রেই রূঢ়। যদিও অন্যান্য দেশে যে এটা নেই সেটা বলা যাবে না। কেন? মনে হয় এদের সব বিনয় ঈশ্বর আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পেছনেই ব্যয় হয়ে যায়। তাই নিত্যতার সূত্র মেনে সাধারণ মানুষের সামনে এরা অবিনয়ী হয়ে ওঠেন।

দুবনা, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Wednesday, February 22, 2023

মনোভাব

ভ্লাদিমির পুতিন গতকাল আমেরিকার সাথে স্ট্র্যাটেজিক আর্মস সংক্রান্ত শেষ চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিলেন। পশ্চিমা বিশ্বে এই নিয়ে হৈচৈ, দোষারোপ। অথচ এর শুরু আমেরিকা থেকেই, জুনিয়র বুশের আমলে। খুব মজার ব্যাপার। আমেরিকা বা পশ্চিমা বিশ্ব চায় না কেউ ওদের অনুকরণ করুক, ওদের একটাই চাওয়া ওরা যা বলবে তাই যেন অন্যেরা করে। মালিক আর ক্রীতদাস এই মনোভাব থেকে সভ্য পশ্চিমা বিশ্ব এখনও বেরিয়ে আসতে পারেনি।

মস্কোর পথে, ২৩ ফেব্রুয়ারি ২০২৩


মিথ্যা

গতকাল বাইডেন পোল্যান্ডে রাশিয়ার জনগণের উদ্দেশে ভাষণে বলেন তাদের যুদ্ধ রুশ জনগণের বিরুদ্ধে নয়, পুতিনের বিরুদ্ধে। তারা কখনও রাশিয়া আক্রমণ করতে চাননি। পুতিন ইউক্রেন আক্রমণ করে যুদ্ধ শুরু করেছেন। তারা চায় রুশ জনগণকে মুক্ত করতে। এরপর তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন স্যাঙ্কশন আরোপের কথা বলেন। ভালো কথা। যদি রাশিয়া আক্রমণ করার ইচ্ছে নাই থাকে তবে এদেশের চারিদিকে সামরিক ঘাঁটি কেন? স্যাঙ্কশন থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। তাহলে নতুন স্যাঙ্কশন কেন? মানুষ যে এভাবে নির্দ্বিধায় মিথ্যা বলে যেতে পারে এদের না দেখলে সেটা জানাই হত না।

মস্কোর পথে, ২২ ফেব্রুয়ারি ২০২৩

Friday, February 17, 2023

সমস্যা

দীর্ঘজীবী মানুষের সমস্যাও দীর্ঘজীবী। আর যারা অমর তাদের সমস্যাও মরে না কোনদিন। দেখুন না ভগবান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত মানুষের অভিযোগ শুনতে শুনতে কেমন দিশেহারা আর তাই মাঝে মাঝে কারণে অকারণে রেগে গিয়ে কিভাবে নির্বিচারে সবার উপর অভিশাপ বর্ষণ করেন, মেরে ফেলেন ছেলেবুড়ো নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে ঠিক বুশ-ওবামা-বাইডেনরা কার্পেট বোম্বিং করে সব ছারখার করে দেয়। এমনিতেই কি তারা ঈশ্বরের প্রতিনিধি, এমনিতেই কি তারা ঈশ্বরে বিশ্বাস রাখেন, ব্যাংক নোটে তা ফলাও করে লেখেন। তাই স্বল্পস্থায়ী সমস্যা চাইলে নিজেকে স্বল্পজীবী করুন।

মস্কো, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

আক্ষেপ

আমার পরিচিত অনেকেই বিয়ে করেনি যদিও অনেক আগেই তিরিশ পার করে এসেছে। এদের কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেন বিয়ে করেছি, বলি ঝগড়া করার জন্য। শখ হলেই বউয়ের (বরের) সাথে ঝগড়া করা যায়। অন্যের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে হয় না। 

আজকাল ফেসবুকে এত লোক এত সুক্ষ ও স্থূল ভাবে ঝগড়া করে যে হিংসে হয় কেন বিয়ের আগে ফেসবুক বাজারে এলো না। তাহলে আর ঝগড়া করার জন্য বউকে বিয়ে করতে হত না, এমনিতেই বিয়ে করা যেত।

দুবনা, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

Thursday, February 16, 2023

স্লোগান

২০১৯ সালে লিখেছিলাম

"ধর্ম যার যার উৎসব সবার"

এর সাথে সাথে আরেকটা শ্লোগান হোক

"দল যার যার বাংলাদেশ সবার"।

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মনে হয় এর সাথে যোগ করা দরকার

"দেশ যার যার পৃথিবীটা সবার"

দুবনা, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

Wednesday, February 15, 2023

বাঙালি

বাঙালির মত আত্মসমালোচনাকারী জাতি খুব কমই আছে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে বসবাসরত ডিগ্রিওয়ালা প্রবাসীরা। পান থেকে চুনটা খসলেই তারা দেশের সরকারের চৌদ্দ গুষ্টি উদ্ধার করে অথচ সভ্য গণতান্ত্রিক বিশ্বের কোন নেতা যখন নিজের খেয়াল খুশি মত নর্থ স্ট্রীমে সন্ত্রাসী হামলা চালায়, বিভিন্ন দেশে যুদ্ধ লাগায় তখন জিহ্বার মাথা গিলে চুপ করে বসে থাকে পাছে পরনিন্দা পরচর্চার অভিযোগে কেউ অভিযুক্ত করে। একেই বলে মানবতা, একেই বলে মুক্তমন নাকি মুক্তা খচিত মন।

দুবনা, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

Tuesday, February 14, 2023

ভাবনা

এক লোক বলল

"হস্ত দিয়া রস্ত দুপুরে ভস্ত খাইলে তোমার কি জস্ত যাইবে?"

সারমর্ম উদ্ধার করার চেষ্টায় আছি।

দুবনা, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

Monday, February 13, 2023

দিবস

আজ নাকি কাউ হাগ ডে। কাউকে হাগতে দিন। গোবর অতীব প্রয়োজনীয় বস্তু যদি না মাথায় থাকে।
দুবনা, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

Sunday, February 12, 2023

সমস্যা

ক্ষমতার সামনে অধিকাংশ মানুষই অসহায়, অক্ষম। আর এটাই মনে হয় ক্ষমতার সবচেয়ে বড় অক্ষমতা। কেন এমন হয়? ভয় থেকে। মানুষ যখন উপরে ওঠে তখন থাকে অনেক স্বপ্ন, অনেক সম্ভাবনা। কিন্তু তাকে নামতে হয় চেনা পথে। সে জানে সেই পথে আবার নতুন করে উপরে ওঠা কত কঠিন, কত দুর্গম সেই যাত্রা। তাই সে চায় আজীবন ক্ষমতার শীর্ষে বসে থাকতে। উপরে স্থিতিশীলতা নেই আর সেটা নেই প্রকৃতির নিয়মেই। তাই সেখানে টিকে থাকার জন্য করতে হয় লড়াই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সে লড়াই হয় আইনকে তোয়াক্কা না করে। আর এতেই দেখা দেয় হাজারো সমস্যা। ফলে এক সময়ের গণতন্ত্রের জন্য নিবেদিত প্রাণ যোদ্ধা পরিণত হয় স্বৈরাচারীতে। এটা নিয়ম না হলেও টেনডেন্সি।

দুবনা, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

মনোভাব

ফ্রান্সে আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার পরীক্ষামূলক রিয়্যাক্টর তৈরির কাজ শেষের পথে। এটাকে বলা হয় কৃত্রিম সূর্য। অনেক দেশ এই প্রজেক্টে অংশ নিচ্ছে। রাশিয়ার কুরচাতভ ইনস্টিটিউট তৈরি করছে সুপারকন্ডাকটিভ ম্যাগনেট ও বিভিন্ন হাইটেক সরঞ্জাম। কয়েকদিন আগে রাশিয়ায় তৈরি ২০০ টনের বিশাল ম্যাগনেট ফ্রান্সের উদ্দেশ্যে সাঙ্কত পিতেরবুর্গ থেকে রওনা হয়েছে। কেউ জাহাজ আটকাবে বলে ঘোষণা দেয়নি, দেবে না। কারণ এটা ভদ্রলোকদের নিজেদের প্রয়োজনে তৈরি। তাছাড়া ফ্রান্স তো বাংলাদেশ নয়, এই থার্মোনিউক্লিয়ার রিয়্যাক্টর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়। পশ্চিমা বিশ্ব আগেও যেমন উপনিবেশবাদী ছিল এখনও তেমনই রয়ে গেছে।

দুবনা, ১২ ফেব্রুয়ারি ২০২৩

Friday, February 10, 2023

পড়া

না পড়লে প্রশ্ন করা আর উত্তর পাওয়া দুটোই কঠিন, বিশেষ করে সঠিক প্রশ্ন করা আর সঠিক উত্তর পাওয়া। তবে পড়াটা হতে হবে বিতর্কের মত, অর্থাৎ যা লেখা আছে সেটাকে চরম সত্য না ভেবে মনে মনে তাকে বিশ্লেষণ করতে হবে। এভাবেই জন্ম নেবে নতুন প্রশ্ন। আর প্রশ্ন আগ্রহী করে তুলবে নতুন উত্তর খুঁজতে। শুধু মুখস্ত করে অন্যদের শোনানোর জন্য পড়া আসলে পড়া নয়। যখন আমরা যেকোনো বই এভাবে খোলা মনে পড়তে শিখব, পড়তে পারব - আজকের অনেক সমস্যাই তখন সমস্যা বলে মনে হবে না। মানুষ পড়ে জ্ঞান লাভের জন্য, অজ্ঞানতার আঁধারে ডুব দেবার জন্য নয়। জ্ঞান লাভের মূল শর্ত প্রশ্ন।


দুবনা, ১০ ফেব্রুয়ারি ২০২৩

Wednesday, February 8, 2023

কথোপকথন

ধর্মভীরু এক বন্ধু ফোন করল

তুই আবার ঈশ্বরের পিছনে লাগলি কেন?

তার মানে তুই স্বীকার করছিস যে ঈশ্বরের সামনে পেছন আছে। মানে ঈশ্বর সাকার, নিরাকার নয়। 

তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। 

তুই একটু ভালো ভেবে দেখিস ভুল কোনটা।

দুবনা, ০৯ ফেব্রুয়ারি ২০২৩


Tuesday, February 7, 2023

সুযোগ

সবাই দেখি দ্রব্যমূল্যের পেছনে লেগেছে। উন্নয়নের এই মহাসমাবেশে সবাই যখন আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে দ্রব্যমূল্য তখন কী দোষটা করল? সাম্যের গান গান। সবার মত দ্রব্যমূল্যকেও নির্বিঘ্নে বাড়তে দিন। সবার জন্য সমান সুযোগ - এই দাবি তুলুন।

দুবনা, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

গাধা

ছোটবেলা থেকে কিছু কিছু প্রথিতযশা মানুষের ছবি দেখতে দেখতে এক বদ্ধমূল ধারণা জন্মায় যে এরা বিশাল টাক অথবা চুল দাড়ি সহ জন্মগ্রহণ করেছিলেন। ফেসবুকে কেউ তাদের যৌবনের ঝাঁকড়া চুলো বা ক্লিন শেভড ছবি দিলে নিজেকে গাধা গাধা মনে হয়।

দুবনা, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

Monday, February 6, 2023

অপশন

অনেকেই প্রশ্ন করে যুদ্ধে কি হবে? বর্তমানে, বিশেষ করে জার্মানি ট্যাঙ্ক পাঠাবে এটা বলার পর থেকে মানুষের মনোভাব দেখে একটাই উত্তর দেয়া যায়
রাশিয়া জিতবে। প্রশ্ন একটাই - কি মূল্যে? পশ্চিমা বিশ্বের পরাজয় স্বীকার করে রুশ বর্ডার থেকে সামরিক ঘাঁটি তুলে নেবার মাধ্যমে নাকি সমস্ত উত্তর গোলার্ধের ধ্বংসের মধ্য দিয়ে? তৃতীয় কোন অপশন নেই। এমনকি এখন যদি কোন চুক্তিতে পৌঁছাতে পারেও পশ্চিমা বিশ্ব যেভাবে চুক্তি ভঙ্গ করে তাতে ধ্বংসের জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।

দুবনা, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

Sunday, February 5, 2023

ফেসবুক শিশু

ফেসবুক আমাদের শৈশবে ফিরিয়ে এনেছে। আমাদের শিশু বানিয়েছে। শিশুরা যেমন কিছু একটা করতে পারলে পরিচিত অপরিচিত সবাইকে সেটা দেখানোর জন্য উদগ্রীব হয়ে উঠে আমরাও সেভাবে নিজেদের সাফল্য, ব্যর্থতা দেখানোর জন্য ফেসবুকে সব উজাড় করে ঢেলে দেই। 

দুবনার পথে, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

অধিকার

সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাকি এক নেতা। সংবিধান হিরো আলমকে অধিকার দিয়েছে নির্বাচন করার। যদি সত্যি সত্যি এ ধরণের মন্তব্য করা হয়ে থাকে তবে তা সংবিধান বিরোধী। এর ফলে শুধু সংসদ নয়, সংবিধান তথা দেশকে ছোট করা হয়।‌

মস্কো, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

Friday, February 3, 2023

শত্রু

১৯৭১ সালে আমেরিকা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার কথা বলেছে কিন্তু বাংলার মানুষের কথা বলে নাই। ইরাকে, লিবিয়ায়, সিরিয়ায় তারা স্বৈরাচারী শাসকদের কথা বলেছে কিন্তু মানুষের কথা বলেনি। আজ তারা ক্রিমিয়া, দনবাসের উপর ইউক্রেনের অধিকারের কথা বলে কিন্তু এ অঞ্চলের মানুষের কথা বলে না। এ কেমন মানবতা, এ কেমন গণতন্ত্র যেখানে যে মাটির কথা বলা হচ্ছে সেই মাটির মানুষের মতামত, মানুষের স্বার্থ উপেক্ষা করা হয়? কেউ ধর্মের নামে মানুষ মারে আর এরা মারে মানবতার নামে। এরা সবাই বক ধার্মিক। মানবতার শত্রু। 

দুবনা, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

সাক্ষর

খবরে প্রকাশ কোন এক কর্মকর্তা নাকি ঘুষ ছাড়া সাক্ষর করেন না। তাহলে অযথা এই কর্মকর্তাকে বেতন দিয়ে পোষার কি দরকার? এর পরিবর্তে মেশিন বসালেই হয় যেখানে নির্দিষ্ট অংকের টাকা ফেললে খাবার বা ড্রিইংকস দেবার পরিবর্তে সীল মেরে দেবে।

দুবনা, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

রাজনীতি

হিরো আলম নিজের যোগ্যতা প্রমাণ করতে না পারলেও অন্যদের অযোগ্যতা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেটাই বা কম কিসে? 

দুবনা, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

উন্নয়ন

অনেক দিন আগের কথা। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা তখন নদীমাতৃক দেশ ছিল। এরপর এল উন্নয়নের উট। বাংলার নদী শুকালো আর উর্বর মাটি হল মরুভূমি। বাংলার নারী শাড়ি ছেড়ে পরল মরুর পোশাক হিজাব। একদা ঘন সবুজ বনাঞ্চল গ্রাস করল কংক্রিটের জঙ্গল। প্রশ্ন নয় বিশ্বাস হল জ্ঞানার্জনের মূল লক্ষ্য।

দুবনা, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

Thursday, February 2, 2023

প্রবঞ্চনা

আমাদের দেশের বেশিরভাগ লেখাপড়া জানা মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার না করে "পশ্চিমা সব কিছুই ভালো" এই তত্ত্বে বিশ্বাসী বা বলা চলে অন্ধবিশ্বাসী। এর ফলে আমরা শুধু যে নিজেদের ঐতিহ্য হারাচ্ছি তা নয়, অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয়, এমনকি ক্ষতিকর রীতিনীতি ও ধারণা আমদানি করছি। আবার আরেকদল মানুষ পশ্চিমা সব কিছু খারাপ বলে না দেখেই অনেক ভাল জিনিসও নাকচ করে দিচ্ছে। আমরা যখন বলি, তখন শুধু নিজের জানাটাই প্রকাশ করি, পক্ষান্তরে অন্যের কথা শুনলে নতুন কিছু জানার সম্ভাবনা থাকে এমনকি সেটা যদি আমরা নাও মানি। অন্যের কথা না শোনার, এমনকি যদি ভুলও হয় প্রতিপক্ষকে ভিন্ন মত পোষণ ও প্রকাশ করার অধিকার থেকে বঞ্চিত করার সংস্কৃতি আমাদের নিজেদেরকেই অনেক কিছু থেকে বঞ্চিত করছে। অন্যের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার এই প্রবণতা সর্বগ্রাসী রূপ ধারণ করেছে। আজ আমরা চারিদিকে যা দেখি সেটা এই মানসিক রোগের বহিঃপ্রকাশ।

দুবনা, ০২ ফেব্রুয়ারি ২০২৩

বিধাতা

ছোটবেলায় একটা গানের কলি ছিল এমন

তুমি সর্প হয়ে দংশন কর ওঝা হয়ে ঝাড় 

শুনলাম আমেরিকার এক ওষুধ কোম্পানি করোনার ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে করোনা ছড়ানোর আগে আর দুর্ঘটনা ক্রমে করোনা ভাইরাস আগেই বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ে। 

সাধে কি এসব মাল্টিন্যাশনাল কোম্পানি মানব জাতির ভাগ্য বিধাতা নামে পরিচিত।

দুবনা, ০২ ফেব্রুয়ারি ২০২৩

Wednesday, February 1, 2023

আগুন

পাশের বাড়ির আগুনে ঘি ঢেলে যদি শান্তিতে ঘুমুতে চাও তাহলে বুঝতে হবে হয় তুমি আগুন লাগিয়েছ না হয় তুমি নিরেট মূর্খ। তবে যাই হোক না কেন তোমার পতন আসন্ন।

দুবনা, ০১ ফেব্রুয়ারি ২০২৩