অনেক দিন আগের কথা। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা তখন নদীমাতৃক দেশ ছিল। এরপর এল উন্নয়নের উট। বাংলার নদী শুকালো আর উর্বর মাটি হল মরুভূমি। বাংলার নারী শাড়ি ছেড়ে পরল মরুর পোশাক হিজাব। একদা ঘন সবুজ বনাঞ্চল গ্রাস করল কংক্রিটের জঙ্গল। প্রশ্ন নয় বিশ্বাস হল জ্ঞানার্জনের মূল লক্ষ্য।
দুবনা, ০৩ ফেব্রুয়ারি ২০২৩
No comments:
Post a Comment