Friday, February 3, 2023

সাক্ষর

খবরে প্রকাশ কোন এক কর্মকর্তা নাকি ঘুষ ছাড়া সাক্ষর করেন না। তাহলে অযথা এই কর্মকর্তাকে বেতন দিয়ে পোষার কি দরকার? এর পরিবর্তে মেশিন বসালেই হয় যেখানে নির্দিষ্ট অংকের টাকা ফেললে খাবার বা ড্রিইংকস দেবার পরিবর্তে সীল মেরে দেবে।

দুবনা, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

No comments:

Post a Comment