আমাদের দেশের বেশিরভাগ লেখাপড়া জানা মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার না করে "পশ্চিমা সব কিছুই ভালো" এই তত্ত্বে বিশ্বাসী বা বলা চলে অন্ধবিশ্বাসী। এর ফলে আমরা শুধু যে নিজেদের ঐতিহ্য হারাচ্ছি তা নয়, অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয়, এমনকি ক্ষতিকর রীতিনীতি ও ধারণা আমদানি করছি। আবার আরেকদল মানুষ পশ্চিমা সব কিছু খারাপ বলে না দেখেই অনেক ভাল জিনিসও নাকচ করে দিচ্ছে। আমরা যখন বলি, তখন শুধু নিজের জানাটাই প্রকাশ করি, পক্ষান্তরে অন্যের কথা শুনলে নতুন কিছু জানার সম্ভাবনা থাকে এমনকি সেটা যদি আমরা নাও মানি।
অন্যের কথা না শোনার, এমনকি যদি ভুলও হয় প্রতিপক্ষকে ভিন্ন মত পোষণ ও প্রকাশ করার অধিকার থেকে বঞ্চিত করার সংস্কৃতি আমাদের নিজেদেরকেই অনেক কিছু থেকে বঞ্চিত করছে। অন্যের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার এই প্রবণতা সর্বগ্রাসী রূপ ধারণ করেছে। আজ আমরা চারিদিকে যা দেখি সেটা এই মানসিক রোগের বহিঃপ্রকাশ।
দুবনা, ০২ ফেব্রুয়ারি ২০২৩
No comments:
Post a Comment