আমার পরিচিত অনেকেই বিয়ে করেনি যদিও অনেক আগেই তিরিশ পার করে এসেছে। এদের কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেন বিয়ে করেছি, বলি ঝগড়া করার জন্য। শখ হলেই বউয়ের (বরের) সাথে ঝগড়া করা যায়। অন্যের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে হয় না।
আজকাল ফেসবুকে এত লোক এত সুক্ষ ও স্থূল ভাবে ঝগড়া করে যে হিংসে হয় কেন বিয়ের আগে ফেসবুক বাজারে এলো না। তাহলে আর ঝগড়া করার জন্য বউকে বিয়ে করতে হত না, এমনিতেই বিয়ে করা যেত।
দুবনা, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
No comments:
Post a Comment