ক্ষমতার সামনে অধিকাংশ মানুষই অসহায়, অক্ষম। আর এটাই মনে হয় ক্ষমতার সবচেয়ে বড় অক্ষমতা। কেন এমন হয়? ভয় থেকে। মানুষ যখন উপরে ওঠে তখন থাকে অনেক স্বপ্ন, অনেক সম্ভাবনা। কিন্তু তাকে নামতে হয় চেনা পথে। সে জানে সেই পথে আবার নতুন করে উপরে ওঠা কত কঠিন, কত দুর্গম সেই যাত্রা। তাই সে চায় আজীবন ক্ষমতার শীর্ষে বসে থাকতে। উপরে স্থিতিশীলতা নেই আর সেটা নেই প্রকৃতির নিয়মেই। তাই সেখানে টিকে থাকার জন্য করতে হয় লড়াই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সে লড়াই হয় আইনকে তোয়াক্কা না করে। আর এতেই দেখা দেয় হাজারো সমস্যা। ফলে এক সময়ের গণতন্ত্রের জন্য নিবেদিত প্রাণ যোদ্ধা পরিণত হয় স্বৈরাচারীতে। এটা নিয়ম না হলেও টেনডেন্সি।
দুবনা, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
No comments:
Post a Comment