বাঙালির মত আত্মসমালোচনাকারী জাতি খুব কমই আছে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে বসবাসরত ডিগ্রিওয়ালা প্রবাসীরা। পান থেকে চুনটা খসলেই তারা দেশের সরকারের চৌদ্দ গুষ্টি উদ্ধার করে অথচ সভ্য গণতান্ত্রিক বিশ্বের কোন নেতা যখন নিজের খেয়াল খুশি মত নর্থ স্ট্রীমে সন্ত্রাসী হামলা চালায়, বিভিন্ন দেশে যুদ্ধ লাগায় তখন জিহ্বার মাথা গিলে চুপ করে বসে থাকে পাছে পরনিন্দা পরচর্চার অভিযোগে কেউ অভিযুক্ত করে। একেই বলে মানবতা, একেই বলে মুক্তমন নাকি মুক্তা খচিত মন।
দুবনা, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
No comments:
Post a Comment