Friday, February 17, 2023

সমস্যা

দীর্ঘজীবী মানুষের সমস্যাও দীর্ঘজীবী। আর যারা অমর তাদের সমস্যাও মরে না কোনদিন। দেখুন না ভগবান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত মানুষের অভিযোগ শুনতে শুনতে কেমন দিশেহারা আর তাই মাঝে মাঝে কারণে অকারণে রেগে গিয়ে কিভাবে নির্বিচারে সবার উপর অভিশাপ বর্ষণ করেন, মেরে ফেলেন ছেলেবুড়ো নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে ঠিক বুশ-ওবামা-বাইডেনরা কার্পেট বোম্বিং করে সব ছারখার করে দেয়। এমনিতেই কি তারা ঈশ্বরের প্রতিনিধি, এমনিতেই কি তারা ঈশ্বরে বিশ্বাস রাখেন, ব্যাংক নোটে তা ফলাও করে লেখেন। তাই স্বল্পস্থায়ী সমস্যা চাইলে নিজেকে স্বল্পজীবী করুন।

মস্কো, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

No comments:

Post a Comment