ফ্রান্সে আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার পরীক্ষামূলক রিয়্যাক্টর তৈরির কাজ শেষের পথে। এটাকে বলা হয় কৃত্রিম সূর্য। অনেক দেশ এই প্রজেক্টে অংশ নিচ্ছে। রাশিয়ার কুরচাতভ ইনস্টিটিউট তৈরি করছে সুপারকন্ডাকটিভ ম্যাগনেট ও বিভিন্ন হাইটেক সরঞ্জাম। কয়েকদিন আগে রাশিয়ায় তৈরি ২০০ টনের বিশাল ম্যাগনেট ফ্রান্সের উদ্দেশ্যে সাঙ্কত পিতেরবুর্গ থেকে রওনা হয়েছে। কেউ জাহাজ আটকাবে বলে ঘোষণা দেয়নি, দেবে না। কারণ এটা ভদ্রলোকদের নিজেদের প্রয়োজনে তৈরি। তাছাড়া ফ্রান্স তো বাংলাদেশ নয়, এই থার্মোনিউক্লিয়ার রিয়্যাক্টর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়। পশ্চিমা বিশ্ব আগেও যেমন উপনিবেশবাদী ছিল এখনও তেমনই রয়ে গেছে।
দুবনা, ১২ ফেব্রুয়ারি ২০২৩
No comments:
Post a Comment