Friday, February 3, 2023

শত্রু

১৯৭১ সালে আমেরিকা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার কথা বলেছে কিন্তু বাংলার মানুষের কথা বলে নাই। ইরাকে, লিবিয়ায়, সিরিয়ায় তারা স্বৈরাচারী শাসকদের কথা বলেছে কিন্তু মানুষের কথা বলেনি। আজ তারা ক্রিমিয়া, দনবাসের উপর ইউক্রেনের অধিকারের কথা বলে কিন্তু এ অঞ্চলের মানুষের কথা বলে না। এ কেমন মানবতা, এ কেমন গণতন্ত্র যেখানে যে মাটির কথা বলা হচ্ছে সেই মাটির মানুষের মতামত, মানুষের স্বার্থ উপেক্ষা করা হয়? কেউ ধর্মের নামে মানুষ মারে আর এরা মারে মানবতার নামে। এরা সবাই বক ধার্মিক। মানবতার শত্রু। 

দুবনা, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

No comments:

Post a Comment