ভ্লাদিমির পুতিন গতকাল আমেরিকার সাথে স্ট্র্যাটেজিক আর্মস সংক্রান্ত শেষ চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিলেন। পশ্চিমা বিশ্বে এই নিয়ে হৈচৈ, দোষারোপ। অথচ এর শুরু আমেরিকা থেকেই, জুনিয়র বুশের আমলে। খুব মজার ব্যাপার। আমেরিকা বা পশ্চিমা বিশ্ব চায় না কেউ ওদের অনুকরণ করুক, ওদের একটাই চাওয়া ওরা যা বলবে তাই যেন অন্যেরা করে। মালিক আর ক্রীতদাস এই মনোভাব থেকে সভ্য পশ্চিমা বিশ্ব এখনও বেরিয়ে আসতে পারেনি।
মস্কোর পথে, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
No comments:
Post a Comment