Saturday, February 25, 2023

বিনয়

বিভিন্ন সময়ে নিজে দেখে ও অন্যদের অভিজ্ঞতা শুনে মনে হয় আমাদের সব দেশ কী সরকারি কী বেসরকারি সব ধরণের অফিস কর্মীরা বেশির ভাগ ক্ষেত্রেই রূঢ়। যদিও অন্যান্য দেশে যে এটা নেই সেটা বলা যাবে না। কেন? মনে হয় এদের সব বিনয় ঈশ্বর আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পেছনেই ব্যয় হয়ে যায়। তাই নিত্যতার সূত্র মেনে সাধারণ মানুষের সামনে এরা অবিনয়ী হয়ে ওঠেন।

দুবনা, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

No comments:

Post a Comment