Wednesday, June 28, 2017

ভাবতে পারো


ভাবতে পারো এমন যদি হতো
রথে চড়ে আসতো খুশির ঈদ
লঘু গুরু সবার সজল চোখে
আসতো নেমে পরম সুখের নিদ।
ভাবতে পারো ঈদের জামা পড়ে  
যাচ্ছে যুবক রেলগাড়িতে চড়ি
পাশে বসা রথযাত্রীর দল
কেউ বলছে আল্লাহ্‌ কেউ বা হরি।
এই দেখনা গণেশের মন্দিরে
ইফতার করে সাঁচ্চা মুসলমান
আবার দেখ ঈদগাহের মাঠে
পাহারা দেয় হিন্দু নওজোয়ান।  
রথের মেলায় বিক্রেতা আর ক্রেতা
কেউ কিনছে বিন্নি ধানের খই
ফজলী আম অথবা নটকনা
কেউবা আবার জিলিপি  আর দই।
টমটম আর বাঁশের বাঁশি
নকুলদানা সাঁজ
কাল উঠবে ঈদের চাঁদ
রথের মেলা আজ।


দুবনা, ২৮ জুন ২০১৭ 


Friday, June 2, 2017

লংগদু



লংগদুতে  যমদূতেরা খেলে রক্ত হোলি
পুড়ে মানুষ, বাড়িঘর, মানবতা হয় বলী
ক’দিন আগেও চেয়েছিলাম একাত্তর আবার
ধ্বংস করুক সোনার দেশের নব্য রাজাকার
কিন্তু ফিরে এলো শুধু মৃত্যুর অট্টহাসি
জ্বলছে মানুষ পুড়ছে মানুষ মরছে রাশি রাশি
বাঙ্গালী আজ হানাদার বাঙ্গালী আজ পাকি
চেতনা বিবেক সবই গেলো, রইলো কি আর বাকী।


দুবনা, ০৩ জুন ২০১৭



Thursday, June 1, 2017

লজ্জা


একদিন “জয় বাংলা” বলে যে দিয়েছিলো স্লোগান
আজকে তুমি থামিয়ে দিলে সেই কণ্ঠের গান
তোমাকে জেতাতে একদিন যে পা ঘুরেছিলো ঘরে ঘরে
তোমার ভয়ে আজ সে পালায় গ্রাম থেকে গ্রামান্তরে
বাঙ্গালী বলে যে জাতি সেদিন যুদ্ধে দিয়েছে প্রান  
ধর্ম তাকে বাঙ্গালী রাখেনি করেছে মুসলমান
এক এক করে ভেঙ্গেছ স্তম্ভ যেন বা তাসের ঘর  
তবুও বলবে তুমিই বাংলা তুমিই একাত্তর?


দুবনা, ০১ জুন ২০১৭ 


অবাক হবোনা



যদি কোন ভোরে শুনি ঘুমের ঘোরে
জয় বাংলা বলতে মানা লাল সবুজের দেশে
কিংবা যদি শুনি আমার জন্মভূমি
সুজলা সুফলা বাংলা হবে আরবের মরুভূমি
জাতির মাথায় কাঁঠাল ভাঙ্গবে জাতীয় ফল খেজুর
পরোক্ষে থেকে দেশ চালাবে পীর অথবা হুজুর
সারা দেশ জুড়ে চলে যদি শুধু উটের কাফেলা
বিনা যুদ্ধে হেরে যায় যদি বিদ্রোহী বাংলা
আলোর সূর্য হটিয়ে রাতের চাঁদ আর তারা ওড়ে
একটুও আমি অবাক হবোনা দীর্ঘ দিনের শেষে


দুবনা, ০১ জুন ২০১৭