যদি কোন ভোরে শুনি ঘুমের ঘোরে
জয় বাংলা বলতে মানা লাল সবুজের
দেশে
কিংবা যদি শুনি আমার জন্মভূমি
সুজলা সুফলা বাংলা হবে আরবের মরুভূমি
জাতির মাথায় কাঁঠাল ভাঙ্গবে জাতীয়
ফল খেজুর
পরোক্ষে থেকে দেশ চালাবে পীর অথবা
হুজুর
সারা দেশ জুড়ে চলে যদি শুধু উটের
কাফেলা
বিনা যুদ্ধে হেরে যায় যদি
বিদ্রোহী বাংলা
আলোর সূর্য হটিয়ে রাতের চাঁদ আর
তারা ওড়ে
একটুও আমি অবাক হবোনা দীর্ঘ দিনের
শেষে
দুবনা, ০১ জুন ২০১৭
No comments:
Post a Comment