Friday, June 2, 2017

লংগদু



লংগদুতে  যমদূতেরা খেলে রক্ত হোলি
পুড়ে মানুষ, বাড়িঘর, মানবতা হয় বলী
ক’দিন আগেও চেয়েছিলাম একাত্তর আবার
ধ্বংস করুক সোনার দেশের নব্য রাজাকার
কিন্তু ফিরে এলো শুধু মৃত্যুর অট্টহাসি
জ্বলছে মানুষ পুড়ছে মানুষ মরছে রাশি রাশি
বাঙ্গালী আজ হানাদার বাঙ্গালী আজ পাকি
চেতনা বিবেক সবই গেলো, রইলো কি আর বাকী।


দুবনা, ০৩ জুন ২০১৭



No comments:

Post a Comment