একদিন “জয়
বাংলা” বলে যে দিয়েছিলো স্লোগান
আজকে তুমি
থামিয়ে দিলে সেই কণ্ঠের গান
তোমাকে
জেতাতে একদিন যে পা ঘুরেছিলো ঘরে ঘরে
তোমার ভয়ে
আজ সে পালায় গ্রাম থেকে গ্রামান্তরে
বাঙ্গালী
বলে যে জাতি সেদিন যুদ্ধে দিয়েছে প্রান
ধর্ম
তাকে বাঙ্গালী রাখেনি করেছে মুসলমান
এক এক
করে ভেঙ্গেছ স্তম্ভ যেন বা তাসের ঘর
তবুও
বলবে তুমিই বাংলা তুমিই একাত্তর?
দুবনা,
০১ জুন ২০১৭
No comments:
Post a Comment