Monday, October 31, 2022

ত্রিমূর্তি

আজকাল জাতি ধর্ম বর্ণ ও রাজনৈতিক আদর্শ নির্বিশেষে সবাই দোয়া, আশির্বাদ ইত্যাদি দাবি করে। প্রথমত এসবে আমার বিশ্বাস নাই। দ্বিতীয়ত আমার থলিতে শ্রোডিংগারের বিড়াল ছাড়া অন্য কিছুই নাই। অনেক ভেবে তাই একটা ফর্মুলা আবিষ্কার করলাম। এরপর থেকে কেউ দোয়া আশির্বাদ এসব চাইলে বলব মার্ক্স-এঙ্গেলস-লেনিন আপনার মঙ্গল করুন। 

মস্কো, ৩১ অক্টোবর ২০২২

Sunday, October 30, 2022

প্রশ্ন

জোসেফ বাইডেন ইউক্রেনকে আফগানিস্তান, ঋষি সুনাককে রাশিদ সুনাক, জর্জ বুশ ইউক্রেনকে ইরাক, স্পেনের প্রধানমন্ত্রী কেনিয়াকে সিনেগাল - এক কথায় পশ্চিমা বিশ্বের নেতারা এই যে যখন যা মাথায় আসছে তাই বলে ডাকছেন কোন দেশ বা মানুষকে। এটা কিসের লক্ষণ? শিক্ষার অভাব? অসুস্থতা? বয়সের ভীমরতি? নাকি ঔপনিবেশিক মনোভাব - ওদের নাম কি সেটা কোন ব্যাপার নয়, যে নামে ওদের ডাকব সেটাই ওদের পরিচয়?

মস্কো, ৩১ অক্টোবর ২০২২

ভোট ও ভাত

রাজনীতির মাঠে স্লোগান উঠেছে "সরকার ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে।" সবাই শুধু নিজ নিজ অধিকারের কথা বলতেই ব্যস্ত। জনগণের ভোটের অধিকার দাবি করলেও কেউ ভোটের দুরাবস্থা নিয়ে কথা বলছে না। কেউ বলছে না যে "সরকার ভোটের ভাত মেরেছে।"

দুবনা, ৩০ অক্টোবর ২০২২

হাঁড়ি নাকি হারিকিরি

আমার খাবার দাবার প্রায় প্রতিদিনই পোড়ে। ফলে আমার বৌ পর্যন্ত এ নিয়ে আজকাল কথা বলা বন্ধ করে দিয়েছে। ওর এখন বদ্ধমূল ধারণা যে আমি ইচ্ছে করেই খাবার পোড়াই ওর জীবনটা ছারখার করে দিতে। আমি মনে মনে ভাবি যদি সত্যি সত্যি গ্যারান্টি দিয়ে বাজে রান্না করতে পারতাম তাহলে একটা বাজে খাবারের হোটেল দিতাম। পঁচা সাবান যদি জনপ্রিয় হয় বাজে খাবার হবে না কেন? 

তবে এই পোস্ট পোড়া খবর নিয়ে নয়। ২০১৮ সালে এই দিনে হাঁড়ির পোড়া কপাল নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম। আজ ও ফিরে এলে ভাবতে লাগলাম হাঁড়ির কপাল কোথায়? পশ্চাৎ দেশে কি? তবে সেই স্ট্যাটাসের প্রতি লোকজনের আগ্রহ দেখে বুঝলাম আমাদের লোকজন অন্যের হাঁড়ির খবর জানতে এখনও আগের মতই প্রচন্ড আগ্রহী। 

দুবনা, ৩০ অক্টোবর ২০২২


Saturday, October 29, 2022

রুশ

সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ায় জনগণ সাধারণত বিভিন্ন জোকের মাধ্যমে সরকারের প্রতি নিজেদের মনোভাব প্রকাশ করে। সোভিয়েত আমলে বিভিন্ন বাধা নিষেধের কারণে কৌতুক ছিল সেসব করার নিরাপদ কিন্তু কার্যকরী মাধ্যম। নতুন রাশিয়ায় সেই বাধা নিষেধ নেই। তবে ইয়েলৎসিনকে নিয়ে যত কৌতুক হত পুতিনকে নিয়ে ততটা হয় না। উল্টো তিনি নিজেই বিভিন্ন বক্তব্যে কৌতুক ব্যবহার করেন। সেদিন ভালদাই ক্লাবে সেরকম একটা কৌতুক বললেন। এখানে সেটারই ভাবানুবাদ।

ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সাথে জনগণের সাক্ষাৎকার। বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন ব্রাসেলসে। কথা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে স্যাঙ্কশন আরোপ করা নিয়ে। নেতারা একের পর এক এই স্যাঙ্কশনের প্রয়োজনীয়তার পক্ষে বলেই যাচ্ছেন। কিভাবে এই স্যাঙ্কশন রুশ অর্থনীতি ধ্বংস করছে, রুশ জনগণকে দারিদ্র্যের চরম সীমায় ঠেলে দিচ্ছে, ব্লা ব্লা ব্লা

অনেকক্ষণ ধরে নেতাদের কথা শুনে জনগণের প্রতিনিধিদের একজন দাঁড়িয়ে বললেন

সবই বুঝলাম। শুধু একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকছে না। আমাদের মধ্যে আপনারা রুশ কোথায় পেলেন? 

দুবনা, ২৯ অক্টোবর ২০২২


Friday, October 28, 2022

মুক্তি

আকাশ যখন অন্যের দখলে পাখির মুক্তি তখন একান্তই আপেক্ষিক। তোমার হাতে মুক্তি পেয়ে অন্যের আকাশে সে স্বাধীন ভাবে উড়তে পারবে কি? 

A bird can't be free in a sky owned by others. So free the sky before setting the bird free.

দুবনা, ২৯ অক্টোবর ২০২২

Words

Teach and cheat have the same components only in different order. So be careful, since a teacher can dully be transformed into a cheater even without much effort.
Dubna, 28 October 2022

Wednesday, October 26, 2022

রাশেদ ঋষি

বিশ্ব দাদু বাইডেন অত্যন্ত যোশের সাথে সদ্য নির্বাচিত বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি শুনাককে রাশিদ বলে সম্বোধন করায় অনেকে হেসেই খুন। আমার মনে হয় ফেসবুকে ঋষি শুনাকের ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু হলে আর উপমহাদেশে মানুষের ধর্ম খুব স্পর্শকাতর ব্যাপার বিধায় তিনি প্রধানমন্ত্রীর একটা ধর্মনিরপেক্ষ ইমেজ তৈরি করার জন্য উদ্দেশ্য প্রণীত হয়ে তাঁকে রাশিদ শুনাক বলে অভিহিত করেছেন। ঝানু রাজনীতিবিদ বলে কথা।

দুবনা, ২৭ অক্টোবর ২০২২

মোর ভাবনারে


ভাবতে ভাবতে তিনি ভাবের ঘোরে এতটাই আবিষ্ট হয়ে পড়লেন যে ঘোর কাটতে ভুলেই গেলেন তিনি কি নিয়ে এত ভাবছিলেন। সাধারণ মানুষের ক্ষেত্রে এসব ঘটলে সমস্যা নেই। তবে পৃথিবীর ভাগ্যবিধাতাদের এমন অবস্থা হলে আমাদের মত চুনোপুঁটিদের ভাবতে বাধ্য হতে হয়। বলা তো যায় না কখন কার মাথায় কোন বেল কোন গাছ থেকে পড়ে।

দুবনা, ২৬ অক্টোবর ২০২২ 

Monday, October 24, 2022

তেল

তেল-আবিবের সাথে সম্পর্ক না থাকার পরেও দেশে যে পরিমাণ তৈল মর্দন করা হয় মানে তেল মারা হয়, একবার তেল-আবিবের সাথে সম্পর্ক স্থাপিত হলে কী পরিমাণ তেল খরচ হবে আজকের বাজারে তার মূল্যটা কল্পনা করতে পারেন? 

মস্কো, ২৪ অক্টোবর ২০২২

Sunday, October 23, 2022

সিয়ামিজ টুইন

ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ে বাংলাদেশ বাকরুদ্ধ। একজন লিখল নিজেদের পরাজয়ে কেউ কি আনন্দ করতে পারে? কথাটা কি ভুল? আমার তো মনে হয় পাকিস্তান ও বাংলাদেশ সিয়ামিজ টুইন যাদের জীবন রক্ষার জন্য ১৯৭১ সালে জটিল অপারেশনের মাধ্যমে আলাদা করা হয়েছিল। দেহ দুই হলেও তারা এখনও পরস্পরের হৃদস্পন্দন ঠিক অনুভব করে আর তাই তো তাদের পরাজয়ে এরাও ব্যথিত হয়।

মস্কো, ২৩ অক্টোবর ২০২২

Friday, October 21, 2022

দূরদর্শী লিজা

পররাষ্ট্রমন্ত্রী থাকা কালীন লিজ ট্রাস ট্যাঙ্কে করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী তাঁর ধারণায় মনে হয় সেই জন যিনি পরের রাষ্ট্রের স্বার্থ নিয়ে সজাগ থাকেন। প্রধানমন্ত্রী হয়ে তিনি যখন দেখলেন পরের দেশের পাশাপাশি নিজের দেশের স্বার্থ দেখতে হয়, মানে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো জনগণকে খুশি করে না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন এবার বন্দুক হাতে যুদ্ধে যাবেন আর সেটা করতে গিয়ে যাতে বৃটেন রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে না পড়ে তিনি পদত্যাগ করলেন। এটা তাঁর দুর্বলতা নয়, রাজনৈতিক দূরদর্শিতা যদিও দুর্জনেরা বলে রাজনৈতিক দুর্দশা। ব্রাভো লিজা।

দুবনা, ২১ অক্টোবর ২০২৩

Thursday, October 20, 2022

একটি ঘোষণা


জার্মানির চ্যান্সেলর শোলৎস ঘোষণা দিয়েছেন -
"জার্মানি রুশ তেল গ্যাস থেকে সম্পূর্ণ ভাবে মুক্তি পেয়েছে।"
এটা শুনে আমার কেন যেন মনে হল - মৃত্যুর পর মৃত ব্যক্তি উল্লাস করে বলছে
"যাক শেষ পর্যন্ত দুঃখে কষ্টে ভরা জীবন থেকে মুক্তি পেলাম।"

একেই বলে ভাঙবে তবু মচকাবে না।

দুবনা, ২০ অক্টোবর ২০২২ 

রোদ

দুদিন বৃষ্টির পর
রোদের মৃদু হাসি
সবচেয়ে ঘন এখন
ভোলগার জলরাশি

দুবনা, ২০ অক্টোবর ২০২২

Wednesday, October 19, 2022

আশা

বাংলাদেশের প্রধান বিচারপতি বলেছেন নিজেদের সংখ্যালঘু ভাবা হিন্দুদের হীনমন্যতা। কোন সমাজ যখন কাগজে কলমে অন্তত সমান অধিকারের গ্যারান্টি দেয় তখন নিজেকে ছোট মনে করা আসলেই হীনমন্যতা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমন হয়? কেন অনেকেই নিজেদের সংখ্যালঘু মনে করে? সংবিধান তাদের সমান অধিকার দেয়া সত্ত্বেও কেন নানা অজুহাতে তাদের অধিকার হরণ করা হয়? কেন প্রশাসন এটা হতে দেয়? প্রধান বিচারপতির কাজ তো এমন পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করা। উনি এখন যেটা করছেন একে বলে ভিকটিম ব্লেইম। নেতাদের সাধারণত সাধারণ মানুষের ঊর্ধ্বে উঠতে হয়, কিন্তু ভিকটিম ব্লেইম করার ক্ষেত্রে এরা দেখি জনগণের সাথে। আশা জাগানিয়া ছবি।

দুবনা, ১৯ অক্টোবর ২০২২

Tuesday, October 18, 2022

স্যামের শ্যাম

 

আজ ইউক্রেনের এক সেনার ইন্টারভিউ দেখাচ্ছিল কিয়েভের কোন এক টিভি প্রোগ্রামে। বিগত কয়েক দিন যাবত রাশিয়া প্রতিদিন ও দেশের বিভিন্ন বেসামরিক স্থপনায় ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে। এতে সেদেশের ৩০% বিদ্যুৎ কেন্দ্র নাকি অচল। তবে এত হামলার পরেও বেসামরিক লোক মারা গেছে হাতে গোনা কয়েকজন। সেই সেনার কথায় মিসাইল দিয়ে ড্রোন নামানো খুব ব্যয় সাপেক্ষ আর অনেক সময় মিসাইল ড্রোন মিস করে শহরে পড়ে। তাই তারা বন্দুক দিয়ে গুলি করে ড্রোন নামাতে। তাতে হিতে বিপরীত। কারণ এতে করে ড্রোন তার লক্ষ্যে না পৌঁছে আবাসিক এলাকায় পড়ে। তাই তাদের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।

দুবনা, ১৮ অক্টোবর ২০২২ 

দিন বদল

আমেরিকার অনেক রাজনীতিবিদ বিভিন্ন সময়ে রাশিয়াকে গ্যাস স্টেশন বলে অভিহিত করেছেন। এখন আমেরিকা নিজেই প্রাণপণ চেষ্টা করছে সেই স্টেশনের দখল নিতে আর এ জন্যে ইউরোপে যুদ্ধ বাঁধাতে পর্যন্ত পিছ পা হয়নি। সমস্যা হল রাশিয়ার গ্যাস স্টেশনে গ্যাস পাওয়া যায়, আমেরিকার সব সময় পাওয়া যায় না, গেলেও অনেক বেশি খড়কুটো পুড়াতে মানে ডলার খরচ করতে হয়।

দুবনা, ১৮ অক্টোবর ২০২২

Saturday, October 15, 2022

জটিল অংক

যখন কোন লোক নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করে তখন সে যে ধর্ম ছেড়ে গেল সেই ধর্মের মানুষেরা তার নিন্দা করে, ধর্ম ভেদে খুন পর্যন্ত করে আর যে ধর্ম গ্রহণ করল সেই ধর্মের মানুষেরা তাকে সাদরে গ্রহণ করে। আবার যখন কেউ নিজের দেশ ছেড়ে ভিন্ন দেশে, বিশেষ করে বিধর্মীদের দেশে যায় তাকে নিয়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই গর্ব করে। তখন কেউ তাকে সাধারণত দলত্যাগী, দেশদ্রোহী এসব বিশেষণে ভূষিত করে না। মানব চরিত্র সত্যিই খুব জটিল।

দুবনা, ১৫ অক্টোবর ২০২২

Thursday, October 13, 2022

যুক্তির জ্বালা

বেইমানি করাটাই কিছু কিছু মানুষের ঈমানের অঙ্গ। তাই এদের বেইমান না ঈমানদার বলা যুক্তিসঙ্গত সেটা নিয়ে যুক্তিবাদী মানুষকে দ্বিধা দ্বন্দ্বে ভুগতে হয়। যুক্তিবাদী হবার এই এক যন্ত্রণা। 

দুবনা, ১৩ অক্টোবর ২০২২

Wednesday, October 12, 2022

প্রশ্ন

বেশ কয়েক জনের স্ট্যাটাসে দেখলাম তাদের হাজার হাজার ফলোয়ার নাকি উধাও। ভাগ্যিস আমার ফলোয়ার নেই। তাহলে নিজেকে দেউলিয়া বলে মনে হত। আচ্ছা এরা উধাও হল কেন? মোবিলাইজেশন এড়াতে? 

মস্কো, ১২ অক্টোবর ২০২২

অতি চালাকের গলায় দড়ি

অতি বুদ্ধিমান মানুষ প্রায়ই অযোগ্য কিন্তু তাদের উপর অতিমাত্রায় নির্ভরশীল মানুষকে ক্ষমতায় বসায় নিজেদের ইচ্ছেমত চালাতে পারবে বলে। তবে এসব লোক নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিজেদের নির্বুদ্ধিতার কারণে এমন কিছু করে ফেলে যা তাদের মনিবদের জন্য সমূহ বিপদ ডেকে আনতে পারে। তাই তো বলে বোকা বা অযোগ্য লোকের সাথে বন্ধুত্ব করা আসলে নিজের যোগ্যতাকেই খাঁটো করা, নিজের বিপদ ডেকে আনা।

মস্কো, ১২ অক্টোবর ২০২২

Monday, October 10, 2022

রাজনীতির চক্র বৃদ্ধি

আগে রাজনৈতিক দলের শুধু অঙ্গ সংগঠন ছিল। আজকাল এর সাথে যোগ হয়েছে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। এত সব কাছের আর দূরের আত্মীয় স্বজনদের খেদমত করতে করতেই তো জান আর তহবিল উজাড়। মানুষের জন্য কিছু করার সময় আর সামর্থ্য কোথায়? এরপর যদি এই তালিকায় সাথে আরও অসহযোগী আর শত্রুপ্রতিম সংগঠনগুলো যোগ করা যায় তাহলে তো রাজনীতি ষোল কলায় পূর্ণ হয়।

দুবনা, ১১ অক্টোবর ২০২২


অতি গাজনে সন্ন্যাসী নষ্ট


অনেকে মিলে অনেক সময় ধরে অনেক চিন্তা করে অনেক গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নিল। অনেক কষ্ট করে অনেক খড়কুটো পুড়িয়ে অনেকের উপর সেসব সিদ্ধান্ত চাপিয়ে দিলে। এর ফলে অনেকেই অনেক কষ্ট পেল। কিন্তু যেহেতু সিদ্ধান্ত অনেকে মিলে অনেক আশা নিয়ে নিয়েছিল তাই অনেকের অনেক কষ্টকে পাত্তা না দিয়ে অনেকেই এটাকে গণতন্ত্রের বিজয় বলে অনেক গলাবাজি করল। 

দুবনার পথে, ১০ অক্টোবর ২০২২


চলা না চলা

অদ্ভুত গাধার পিঠে চলছে বিদেশ।

মস্কো, ১০ অক্টোবর ২০২২ 

Sunday, October 9, 2022

সমস্যা

কিছু দিন আগে চোখে অপারেশন করে লেন্স বদলালাম। বাবা মার দেওয়া লেন্স ফেলে দুটো আমেরিকান লেন্স লাগালাম। এক্রিসফ্ট আই কিউ প্যান অপটিক্স। এত কিছুর পরেও ইউক্রেন তথা বিশ্বের ঘটনাবলী আগের মতই দেখি। এটা কি আমেরিকান লেন্সের নিজের দেশের প্রতি বিশ্বাসঘাতকতা নাকি আমার কয়লা ধুলেও ময়লা যায় না সেই অবস্থা?

মস্কো, ০৯ অক্টোবর ২০২২

চাঁদ

আজ শুনলাম চাঁদ সুন্দরী চার চারটে বাড়িতে একই সময়ে নিমন্ত্রণ পেয়েছেন। ভেবে পাচ্ছি না তিনি কিভাবে সবার মন ও মান রাখবেন।

দুবনা, ০৯ অক্টোবর ২০২২

Saturday, October 8, 2022

ঘাতক

ঐ লোকটা একজন ঘাতক।
বল কি? এই রকম নিরীহ কেউ কখনও ঘাতক হতে পারে?
পারে। ও বিশ্বাসঘাতক।

দুবনা, ০৮ অক্টোবর ২০২২

Thursday, October 6, 2022

প্রশ্ন

Annie Ernaux নোবেল পুরস্কার পাওয়ার পর যতটা না আলোচিত হচ্ছেন তাঁর সাহিত্য কর্মের জন্য তারচেয়ে বেশি আলোচিত হচ্ছেন তাঁর নামের সঠিক উচ্চারণ কি হবে তাই নিয়ে। আর এটা করছি আমরা বাঙালিরা যারা এমনকি বাংলা শব্দ উচ্চারণ করতে গিয়ে কোন নিয়মের ধার ধারি না। আচ্ছা এই যে সারা বিশ্বের মানুষ আমাদের রবীন্দ্রনাথকে অবলীলায় ট্যাগোর বলে ডেকে যাচ্ছে তাতে কি তাদের কেউ এতটুকু হীনমন্যতায় ভুগছে? নামে নয় মানুষের পরিচয় তার কামে। ভুল বুঝলেন তো? কাম মানে কর্ম। তাঁর কাজ মানে লেখা পড়ুন, লেখা নিয়ে বলুন। সেটা অনেক কাজে আসবে।

দুবনা, ০৭ অক্টোবর ২০২২


শান্তি

ফটোগ্রাফিতে ক্রপিং বলে একটা কথা আছে। সেটা হল অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করে ছবির কম্পোজিশন এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যখন তাতে কোন কিছুই যেমন অতিরিক্ত মনে হবেনা তেমনি কিছু একটা নেই এমন অভাব বোধ মনে জাগবে না। স্বাধীনতাও তাই। মানুষের নিজের সীমাহীন স্বাধীনতাকে স্বেচ্ছায় সীমিত করার ক্ষমতা, নিজের অধিকারের পাশাপাশি অন্যের অধিকার সম্পর্কে জানা ও সেটাকে শ্রদ্ধা করা। শান্তিতে থাকতে চাও - অন্যের শান্তি নষ্ট করা থেকে বিরত হও।

দুবনা, ০৬ অক্টোবর ২০২২

Wednesday, October 5, 2022

শুভ বিজয়া

দুর্গাপূজা নিয়ে যে গল্প প্রচলিত আছে তা থেকে জানা যায় অসুরদের অত্যাচার থেকে রক্ষা পাবার জন্য সমস্ত দেবতা তাদের সম্মিলিত তেজ দিয়ে যে শক্তি তৈরি করেন সেটাই মাতৃ রূপ ধারণ করে অশুভ শক্তির বিনাশ সাধন করেন। এটাই মনে হয় শক্তির বস্তুতে রূপান্তরিত হবার প্রথম কল্পনা। তবে এখানে মূল কথা অশুভের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত লড়াই। যদি এই লড়াই না থাকে, বিজয় না থাকে পূজাটা মিথ্যে হয়ে যায়। তাই পূজার চেয়েও অন্যায়ের বিরুদ্ধে, অধিকার আদায়ের জন্য লড়াই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বিজয়া তো বিজয় থেকে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। অসুরের বিরুদ্ধে জয়ী হোন।

দুবনা, ০৫ অক্টোবর ২০২২

Tuesday, October 4, 2022

পূজা

পূজায় অনেকেই এত বেশি পোশাক পরিচ্ছদ কেনে যে মাত্র চার দিনে সবগুলো পরার সুযোগ পায় না। পূজাটা সোপ অপেরার মত টেনে টেনে লম্বা করার কথা ভারতের গার্মেন্টসের মালিকরা ভেবে দেখতেই পারে।

দুবনা, ০৪ অক্টোবর ২০২২

বিদ্যুৎ

বিদ্যুৎ বেগে বিদ্যুৎ আসিয়া বিদ্যুৎ বেগে চলিয়া গেল। বিদ্যুৎ বাবুর কান্ড দেখিয়া মানুষেরা সব বিহ্বল হইল।

দুবনা, ০৪ অক্টোবর ২০২২