Thursday, October 6, 2022

প্রশ্ন

Annie Ernaux নোবেল পুরস্কার পাওয়ার পর যতটা না আলোচিত হচ্ছেন তাঁর সাহিত্য কর্মের জন্য তারচেয়ে বেশি আলোচিত হচ্ছেন তাঁর নামের সঠিক উচ্চারণ কি হবে তাই নিয়ে। আর এটা করছি আমরা বাঙালিরা যারা এমনকি বাংলা শব্দ উচ্চারণ করতে গিয়ে কোন নিয়মের ধার ধারি না। আচ্ছা এই যে সারা বিশ্বের মানুষ আমাদের রবীন্দ্রনাথকে অবলীলায় ট্যাগোর বলে ডেকে যাচ্ছে তাতে কি তাদের কেউ এতটুকু হীনমন্যতায় ভুগছে? নামে নয় মানুষের পরিচয় তার কামে। ভুল বুঝলেন তো? কাম মানে কর্ম। তাঁর কাজ মানে লেখা পড়ুন, লেখা নিয়ে বলুন। সেটা অনেক কাজে আসবে।

দুবনা, ০৭ অক্টোবর ২০২২


No comments:

Post a Comment