Wednesday, October 5, 2022

শুভ বিজয়া

দুর্গাপূজা নিয়ে যে গল্প প্রচলিত আছে তা থেকে জানা যায় অসুরদের অত্যাচার থেকে রক্ষা পাবার জন্য সমস্ত দেবতা তাদের সম্মিলিত তেজ দিয়ে যে শক্তি তৈরি করেন সেটাই মাতৃ রূপ ধারণ করে অশুভ শক্তির বিনাশ সাধন করেন। এটাই মনে হয় শক্তির বস্তুতে রূপান্তরিত হবার প্রথম কল্পনা। তবে এখানে মূল কথা অশুভের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত লড়াই। যদি এই লড়াই না থাকে, বিজয় না থাকে পূজাটা মিথ্যে হয়ে যায়। তাই পূজার চেয়েও অন্যায়ের বিরুদ্ধে, অধিকার আদায়ের জন্য লড়াই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বিজয়া তো বিজয় থেকে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। অসুরের বিরুদ্ধে জয়ী হোন।

দুবনা, ০৫ অক্টোবর ২০২২

No comments:

Post a Comment