Wednesday, October 19, 2022

আশা

বাংলাদেশের প্রধান বিচারপতি বলেছেন নিজেদের সংখ্যালঘু ভাবা হিন্দুদের হীনমন্যতা। কোন সমাজ যখন কাগজে কলমে অন্তত সমান অধিকারের গ্যারান্টি দেয় তখন নিজেকে ছোট মনে করা আসলেই হীনমন্যতা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমন হয়? কেন অনেকেই নিজেদের সংখ্যালঘু মনে করে? সংবিধান তাদের সমান অধিকার দেয়া সত্ত্বেও কেন নানা অজুহাতে তাদের অধিকার হরণ করা হয়? কেন প্রশাসন এটা হতে দেয়? প্রধান বিচারপতির কাজ তো এমন পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করা। উনি এখন যেটা করছেন একে বলে ভিকটিম ব্লেইম। নেতাদের সাধারণত সাধারণ মানুষের ঊর্ধ্বে উঠতে হয়, কিন্তু ভিকটিম ব্লেইম করার ক্ষেত্রে এরা দেখি জনগণের সাথে। আশা জাগানিয়া ছবি।

দুবনা, ১৯ অক্টোবর ২০২২

No comments:

Post a Comment