Sunday, October 9, 2022

সমস্যা

কিছু দিন আগে চোখে অপারেশন করে লেন্স বদলালাম। বাবা মার দেওয়া লেন্স ফেলে দুটো আমেরিকান লেন্স লাগালাম। এক্রিসফ্ট আই কিউ প্যান অপটিক্স। এত কিছুর পরেও ইউক্রেন তথা বিশ্বের ঘটনাবলী আগের মতই দেখি। এটা কি আমেরিকান লেন্সের নিজের দেশের প্রতি বিশ্বাসঘাতকতা নাকি আমার কয়লা ধুলেও ময়লা যায় না সেই অবস্থা?

মস্কো, ০৯ অক্টোবর ২০২২

No comments:

Post a Comment