Wednesday, October 26, 2022

রাশেদ ঋষি

বিশ্ব দাদু বাইডেন অত্যন্ত যোশের সাথে সদ্য নির্বাচিত বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি শুনাককে রাশিদ বলে সম্বোধন করায় অনেকে হেসেই খুন। আমার মনে হয় ফেসবুকে ঋষি শুনাকের ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু হলে আর উপমহাদেশে মানুষের ধর্ম খুব স্পর্শকাতর ব্যাপার বিধায় তিনি প্রধানমন্ত্রীর একটা ধর্মনিরপেক্ষ ইমেজ তৈরি করার জন্য উদ্দেশ্য প্রণীত হয়ে তাঁকে রাশিদ শুনাক বলে অভিহিত করেছেন। ঝানু রাজনীতিবিদ বলে কথা।

দুবনা, ২৭ অক্টোবর ২০২২

No comments:

Post a Comment