Tuesday, October 18, 2022

স্যামের শ্যাম

 

আজ ইউক্রেনের এক সেনার ইন্টারভিউ দেখাচ্ছিল কিয়েভের কোন এক টিভি প্রোগ্রামে। বিগত কয়েক দিন যাবত রাশিয়া প্রতিদিন ও দেশের বিভিন্ন বেসামরিক স্থপনায় ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে। এতে সেদেশের ৩০% বিদ্যুৎ কেন্দ্র নাকি অচল। তবে এত হামলার পরেও বেসামরিক লোক মারা গেছে হাতে গোনা কয়েকজন। সেই সেনার কথায় মিসাইল দিয়ে ড্রোন নামানো খুব ব্যয় সাপেক্ষ আর অনেক সময় মিসাইল ড্রোন মিস করে শহরে পড়ে। তাই তারা বন্দুক দিয়ে গুলি করে ড্রোন নামাতে। তাতে হিতে বিপরীত। কারণ এতে করে ড্রোন তার লক্ষ্যে না পৌঁছে আবাসিক এলাকায় পড়ে। তাই তাদের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।

দুবনা, ১৮ অক্টোবর ২০২২ 

No comments:

Post a Comment