Saturday, October 15, 2022

জটিল অংক

যখন কোন লোক নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করে তখন সে যে ধর্ম ছেড়ে গেল সেই ধর্মের মানুষেরা তার নিন্দা করে, ধর্ম ভেদে খুন পর্যন্ত করে আর যে ধর্ম গ্রহণ করল সেই ধর্মের মানুষেরা তাকে সাদরে গ্রহণ করে। আবার যখন কেউ নিজের দেশ ছেড়ে ভিন্ন দেশে, বিশেষ করে বিধর্মীদের দেশে যায় তাকে নিয়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই গর্ব করে। তখন কেউ তাকে সাধারণত দলত্যাগী, দেশদ্রোহী এসব বিশেষণে ভূষিত করে না। মানব চরিত্র সত্যিই খুব জটিল।

দুবনা, ১৫ অক্টোবর ২০২২

No comments:

Post a Comment