Friday, October 21, 2022

দূরদর্শী লিজা

পররাষ্ট্রমন্ত্রী থাকা কালীন লিজ ট্রাস ট্যাঙ্কে করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী তাঁর ধারণায় মনে হয় সেই জন যিনি পরের রাষ্ট্রের স্বার্থ নিয়ে সজাগ থাকেন। প্রধানমন্ত্রী হয়ে তিনি যখন দেখলেন পরের দেশের পাশাপাশি নিজের দেশের স্বার্থ দেখতে হয়, মানে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো জনগণকে খুশি করে না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন এবার বন্দুক হাতে যুদ্ধে যাবেন আর সেটা করতে গিয়ে যাতে বৃটেন রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে না পড়ে তিনি পদত্যাগ করলেন। এটা তাঁর দুর্বলতা নয়, রাজনৈতিক দূরদর্শিতা যদিও দুর্জনেরা বলে রাজনৈতিক দুর্দশা। ব্রাভো লিজা।

দুবনা, ২১ অক্টোবর ২০২৩

No comments:

Post a Comment