Thursday, October 6, 2022

শান্তি

ফটোগ্রাফিতে ক্রপিং বলে একটা কথা আছে। সেটা হল অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করে ছবির কম্পোজিশন এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যখন তাতে কোন কিছুই যেমন অতিরিক্ত মনে হবেনা তেমনি কিছু একটা নেই এমন অভাব বোধ মনে জাগবে না। স্বাধীনতাও তাই। মানুষের নিজের সীমাহীন স্বাধীনতাকে স্বেচ্ছায় সীমিত করার ক্ষমতা, নিজের অধিকারের পাশাপাশি অন্যের অধিকার সম্পর্কে জানা ও সেটাকে শ্রদ্ধা করা। শান্তিতে থাকতে চাও - অন্যের শান্তি নষ্ট করা থেকে বিরত হও।

দুবনা, ০৬ অক্টোবর ২০২২

No comments:

Post a Comment