Monday, October 10, 2022

রাজনীতির চক্র বৃদ্ধি

আগে রাজনৈতিক দলের শুধু অঙ্গ সংগঠন ছিল। আজকাল এর সাথে যোগ হয়েছে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। এত সব কাছের আর দূরের আত্মীয় স্বজনদের খেদমত করতে করতেই তো জান আর তহবিল উজাড়। মানুষের জন্য কিছু করার সময় আর সামর্থ্য কোথায়? এরপর যদি এই তালিকায় সাথে আরও অসহযোগী আর শত্রুপ্রতিম সংগঠনগুলো যোগ করা যায় তাহলে তো রাজনীতি ষোল কলায় পূর্ণ হয়।

দুবনা, ১১ অক্টোবর ২০২২


No comments:

Post a Comment