Sunday, October 23, 2022

সিয়ামিজ টুইন

ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ে বাংলাদেশ বাকরুদ্ধ। একজন লিখল নিজেদের পরাজয়ে কেউ কি আনন্দ করতে পারে? কথাটা কি ভুল? আমার তো মনে হয় পাকিস্তান ও বাংলাদেশ সিয়ামিজ টুইন যাদের জীবন রক্ষার জন্য ১৯৭১ সালে জটিল অপারেশনের মাধ্যমে আলাদা করা হয়েছিল। দেহ দুই হলেও তারা এখনও পরস্পরের হৃদস্পন্দন ঠিক অনুভব করে আর তাই তো তাদের পরাজয়ে এরাও ব্যথিত হয়।

মস্কো, ২৩ অক্টোবর ২০২২

No comments:

Post a Comment