Wednesday, October 26, 2022

মোর ভাবনারে


ভাবতে ভাবতে তিনি ভাবের ঘোরে এতটাই আবিষ্ট হয়ে পড়লেন যে ঘোর কাটতে ভুলেই গেলেন তিনি কি নিয়ে এত ভাবছিলেন। সাধারণ মানুষের ক্ষেত্রে এসব ঘটলে সমস্যা নেই। তবে পৃথিবীর ভাগ্যবিধাতাদের এমন অবস্থা হলে আমাদের মত চুনোপুঁটিদের ভাবতে বাধ্য হতে হয়। বলা তো যায় না কখন কার মাথায় কোন বেল কোন গাছ থেকে পড়ে।

দুবনা, ২৬ অক্টোবর ২০২২ 

No comments:

Post a Comment