Tuesday, December 31, 2019

৫০৫০

ভাগ্যিস এটা ২০২০। ভাবুন তো একবার, যদি এটা ৫০৫০ হত, কত মানুষ ভেবে কূল কিনারা পেত না, ৫০৫০ এটা আবার কেমন বছর, এটা কি সত্যি বছর, নাকি আদৌ বছরই নয়!

দুবনা, ০১ জানুয়ারি ২০২০

আগমন

এত বিধিনিষেধের দেয়াল টপকে দেশে কি ২০২০ এসেছে, নাকি ছাদের উপরে কাটা তারে ঝুলে আছে? #
০১ জানুয়ারি ২০২০

বিশ বিশ

বর্তমানে ট্রাফিকের যে অবস্থা ভেবেছিলাম আবার উনিশ বিশ না হয়ে যায়। ক্যাপ্টেন মর্গ্যানের কুশলী পরিচালনায় তা হয়নি। বিশ বিশই হয়েছে।

দুবনা, ০১ জানুয়ারি ২০২০

শুভেচ্ছা পাইকারি বনাম খুচরো


দেখেশুনে মনে হয় দেশে পাইকারির চেয়ে খুচরো বাজারই রমরমা। এত আশা করে সবাইকে পাইকারি শুভেচ্ছা পাঠালাম, এখন খুচরো প্রতিদান পেতে পেতে জীবন শেষ।

দুবনা, ৩১ ডিসেম্বর ২০১৯

শুদ্ধি অভিযান

বোকামি করাটা সংক্রামক। বুদ্ধিমানের মত কাজ করতে চিন্তা ভাবনার দরকার, কিন্তু বোকামি করতে কিছুই লাগে না, শুধু অনুকরণ ছাড়া। কেউ যদি ২ + ২ = ৫ লিখে একটা স্ট্যাটাস দেয়, মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়, কেউ দেখার চেষ্টাও করে না যে সেটা ভুল। গত কয়েকদিন যাবত নববর্ষকে ঘিরে এত সব স্পাম পাচ্ছি যে ভাবার সময় এসেছে - এমন দায়িত্ব জ্ঞানহীন (হুজুগে পাবলিক) বন্ধু কি আমার আদৌ দরকার? মনে হয় নববর্ষই শুদ্ধি অভিযানের উপযুক্ত সময়!

দুবনা, ৩১ ডিসেম্বর ২০১৯ 
 
 
 

Monday, December 30, 2019

শুভ নববর্ষ ** Happy new year ** С Новым годом

নতুন বছরে কি চাওয়া যায়? বাস্তব ও ভার্চুয়াল লাইফে যে সব মানুষেরা আমাকে ঘিরে আছে তাদের প্রতি আমি যেন আরও যত্নশীল হই, নিজের কাজকর্মে আরও মনোযোগী হই আর কাজ করে যেন আরও বেশি বেশি আনন্দ পাই। ঠিকই একই কামনা রইল আপনাদের সবার জন্য। নববর্ষ শান্তিপূর্ণ হোক!

What to ask for in the new year? I would love to be more caring of the people who surround me in real and virtual life, would love to be more focused on my activities and enjoy my work more and more. I wish the same to all of you. Happy New Year!


О чем просить в новом году? Что бы я больше заботился о людяхб которые меня оркжают в реальной и виртуальной жизни, быть более сосредоточенным на своей деятельности и получать больше удовольствия от работы. Я желаю того же всем Вам. С новым годом!

Dubna, 31 December 2019 
 
 
 

কথা

আজকে শুধু বোবারাই কথা বলে
যারা বোবা নয় তারা চোখ কান খুলে
মুখে কুলুপ এটে এদিক সেদিক চলে

বোকারা সবাই আজ বোবাদের দলে
বোকা সেজেছে যে চতুর যে চালাক
চোখ কান আর মুখকে তারা দিয়েছে তিন তালাক

দুবনা, ৩০ ডিসেম্বর ২০১৯



Love ক্ষতি

গতকাল বিড়াল নিয়ে বউ আর আমার মধ্যে এক পশলা দমকা হাওয়া বয়ে গেল। তারপর অনেকক্ষণ চুপচাপ। কিছুক্ষণ পরে পাশে বসা বৌয়ের কাছ থেকে মেসেজ এল। চোখের কোনা দিয়ে দেখে অমিট করে গেলাম। আরও কিছুক্ষণ পরে দমকা হাওয়া মুড বদলিয়ে যখন বসন্ত সমীরণে পরিণত হল, বউ জিজ্ঞেস করল
- মেসেজটা দেখেছ?
- না। কিসের মেসেজ?
- আমি পাঠিয়েছি। দেবীর ছবি।
আমি তো অবাক। এসব তো কখনও করে না। তাই দেখতে শুরু করলাম। ওটা এক ফরোয়ার্ড মেসেজ। লক্ষ্মীর নাম লেখা ছবির লিঙ্ক। আরও লেখা ওটা ফরোয়ার্ড করলে অর্থপ্রাপ্তি, না হলে ক্ষতি। এমনিতে আমি এসব কখনই করি না। এবার একটু বাড়তি সতর্কতা অবলম্বন করলাম। হিসেব করে দেখলাম যদি আমি ফরোয়ার্ড করে কিছু পাইও সেটা শেষ পর্যন্ত বৌয়ের লাভের খাতায় জমা হবে, ক্ষতি হলে বৌয়ের, আর কিছু না হলে কারোরই কোন লাভ বা ক্ষতি নেই। সুতরাং ......

দুবনা, ৩০ ডিসেম্বর ২০১৯ 
 
 
 

Thursday, December 26, 2019

ভোট পূজা

সরস্বতী পুজার দিন ভোট! হয় আওয়ামী লীগ হিন্দু ভোট পাওয়ার আশা ছেড়ে দিয়েছে, নয়তো আওয়ামী বিরোধীরা নির্বাচন কমিশন দখল করেছে। লে ছক্কা!

দুবনা, ২৬ ডিসেম্বর ২০১৯ 



Tuesday, December 24, 2019

সফল

অনেক দিন পরে এক বন্ধুর সাথে দেখা এক অনুষ্ঠানে।
- তুমি তো খুব সফল মানুষ!
অনেকক্ষণ আয়নায় নিজেকে দেখে বললাম
- আমি কি ডুমুরের চেয়েও খারাপ?
- মানে?
- ডুমুরের শুনেছি ফুল দেখা যায় না। আমি আয়নাতে কোন ফল দেখছি না, ফুলও কোন দিন দেখেছি বলে মনে হয় না। ফল, ফুল সবই অদৃশ্য কিনা, তাই ভাবলাম...

দুবনা, ২৪ ডিসেম্বর ২০১৯



Monday, December 23, 2019

ক্ষমতার দায়

অধিকাংশ মানুষ দায়িত্বকে ক্ষমতা ভাবে, ফলে দায়িত্ব পালনের বদলে দেখায় ক্ষমতা। এরা দায়িত্বের ভারে নূহ্য নয়, ক্ষমতার বলে বলীয়ান। তাতে জনতার ওষ্ঠাগত প্রাণ।

মস্কো, ২৩ ডিসেম্বর ২০১৯

Sunday, December 22, 2019

অবাক হতবাক

একাত্তরের চেতনার নামে ভিপি ধোলাই কান্ডে যারা হতবাক তাদের বলছি - পৃথিবীর সবচেয়ে বড় বড় যুদ্ধ, দাঙ্গা আর হত্যাকান্ড ঈশ্বরের নামেই হয়েছিল। একাত্তরও ডগমা হলে এতে অবাক হবার কি আছে?

মস্কো, ২২ ডিসেম্বর ২০১৯


ব্লাস্ফেমি

ব্লাস্ফেমির সব না হলেও অধিকাংশ অভিযোগই এক ধরনের ব্লাস্ফেমি। 

দুবনা, ২২ ডিসেম্বর ২০১৯ 

শীত

দেশে শুনলাম ভীষণ শীত। মস্কোয় শীত নাই। মনে হয় পাখিদের সাথে শীতও সাইবেরিয়ার শীতের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে গেছে।

দুবনা, ২২ ডিসেম্বর ২০১৯

Saturday, December 21, 2019

শাসন

কি এক জাদু বলে দেশে দেশে proশাসনগুলো antiশাসন হয়ে যাচ্ছে। ভাঙ্গনের গান তাই বাজে চারিদিকে। মাইকে!

দুবনা, ২১ ডিসেম্বর ২০১৯

ভয়

মুক্ত বিশ্বের মুক্ত থাকার অন্যতম প্রধান উপায় যারা এখনও মুক্ত নয় তাদের অর্থনীতি ও ডেমক্র্যাসির ডগমার নাগপাশে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা। এটাও অনেকটা ধর্মগুরুদের মত। অন্যদের ভয় দেখিয়ে ধর্মের পথে থাকতে বলা আর এই বলার দক্ষিণা হিসেবে নিজেদের পকেট ভারী করে ইহলোকে স্বর্গ সুখের সব ব্যবস্থা পাকাপাকি করা।

দুবনা, ২১ ডিসেম্বর ২০১৯ 
 
 
 

Friday, December 20, 2019

প্রলাপ

প্রলাপের প্রলেপ দিয়ে
জনগনের ঘায়
দুই পাগলে উন্নয়নের
প্রাসাদ গড়তে চায়

দুবনা, ২০ ডিসেম্বর ২০১৯

ট্রেন্ড

ফেসবুকে একটা খেলা শুরু হয়েছে। আমার নাম "হুজুগে পাবলিক"। এরপর ব্লা ব্লা ব্লা। তারপর সেখানে সব ঠিক রেখে আমার নাম "হুজুগে পাবলিক ২" লিখে নিজের প্রোফাইলে স্ট্যাটাস দেওয়ার জন্য আবেদন। আমার অনেক বন্ধুই সেই খেলায় মেতে উঠেছে। ভাল। কিন্তু প্রশ্ন হল, যদি টেক্সট একই থাকে, তাহলে হাজার জনের পোস্ট করা একই টেক্সট কেন বার বার পড়তে হবে। আর সবাইকে কেন বন্ধুত্বের অগ্নি পরীক্ষা দিতে হবে? এ খেলাটা যারা কোন দেবদেবতার ছবি বা ধর্মগ্রন্থের বানীসহ দেখা মাত্র শেয়ার না করলে নরকের আগুনে পুড়বেন বলে স্ট্যাটাস দেয় তার চেয়ে কি খুব অন্য রকম? ট্রেন্ডে থাকার জন্য আমাদের আর কতকাল হুজুগের পেছনে ছুটতে হবে? ডিসগাস্টিং

দুবনা, ২০ ডিসেম্বর ২০১৯




শাহ

আচ্ছা, অমিত শাহ কি নাদির শাহ্‌র উত্তর পুরুষ? ভাঙ্গনের কাজে দুজনেই ওস্তাদ!

দুবনা, ২০ ডিসেম্বর ২০১৯ 

Thursday, December 19, 2019

চক্ষু লজ্জা

দেশে সোভিয়েত ফেরত এত ভাল ভাল চক্ষু বিশেষজ্ঞ থাকার পরেও মন্ত্রীদের চক্ষু এত যখন লাজ লজ্জা হীন হয় তখন এসব বন্ধুদের উপর ভীষণ রাগ হয়! 

দুবনা, ১৯ ডিসেম্বর ২০১৯ 

নাগরিক

বাংলাদেশে বলতে গেলে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত। না মিটিং, না মিছিল, না প্রতিবাদ সভা। আর সেসব হলেও তার উপর সরকারী দলের আক্রমণ। এই শূন্যস্থান পূরণ করছে ভারতের নাগরিক বিল। নাগরিক বিলের প্রতিবাদে সারা ভারতে মিটিং মিছিল হচ্ছে। আমাদের পত্রিকাগুলোও এ খবর দিয়ে ভরিয়ে ফেলছে পাতার পর পাতা। চলছে ভারতের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড। আমাদের গণজাগরণ মঞ্চের প্রতি সমর্থন জানিয়ে ভারতে, বিশেষ করে পশ্চিম বঙ্গে যে সব সভাসমতি হয়েছিল, এখন আমরা সেই ঋণ শোধ করছি। পাকিস্তানও এ ব্যাপারে হাত গুটিয়ে বসে নেই। উপমহাদেশ যে রাজনইতিক ভাবে একই সুত্রে বাঁধা এই ঘটনা নতুন করে সেটাই প্রমাণ করে।
দুবনা, ১৯ ডিসেম্বর ২০১৯





Wednesday, December 18, 2019

টাকার মাছের ভাগ

তালিকা প্রস্তুত করতে খরচ ৬০ কোটি টাকা। মন্ত্রীর ভাষায় এটা করেছিল পাক বাহিনী। তা ওরা কী এই ৬০ কোটি টাকার ভাগ পেয়েছে, নাকি ভূতের বেগার খেটেছে?

দুবনা, ১৯ ডিসেম্বর ২০১৯ 
 
 

ঠিকাদার

কেন যেন মনে হয় আমাদের ঠিকাদার মন্ত্রী নিয়োগ দেওয়া উচিৎ। তাহলে ভুলভাল রাজাকার তালিকা তৈরির টাকাটা জনগণের পকেট থেকে দিতে হত না। চুক্তি অনুযায়ী কাজ না করার সমস্ত খরচ মন্ত্রীরাই বহন করতে বাধ্য হত, শুধু তাই নয়, এর জন্যে জরিমানাও ধার্য করা যেত।

দুবনা, ১৮ ডিসেম্বর ২০১৯



Tuesday, December 17, 2019

সংখ্যাতত্ত্ব

না হয় একটু উনিশ বিশই হয়েছে, এ নিয়ে দিনরাত চব্বিশ ঘণ্টা এত সাতপাঁচ ভেবে তুমি কার চৌদ্দ গুষ্টি উদ্ধার করতে চাইছ? নয় ছয় আজকাল কোথায় না হয় বল? পারবে তো বড়জোর নিজের শরীরের বারোটা বাজাতে। এর চেয়ে বেশি কিছু করার মুরোদ আছে কারও এই রাজ্যে? যতসব!

দুবনা, ১৭ ডিসেম্বর ২০১৯

Monday, December 16, 2019

নতুন দেবতা

কিছু কিছু মানুষকে যখন পোস্টার ছাপিয়ে মাথার উপর বিভিন্ন নেতানেত্রীদের ছবি লাগিয়ে রং বেরঙের শুভেচ্ছা জানাতে দেখি তখন নিজেদের কেমন যেন এতিম এতিম মনে হয়। কখনো কখনো সেয়ানা যে মনে হয় না তাও কিন্তু নয়। ছোট বেলার কথা মনে পড়ে যায়। তখন সাধারণতঃ ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বর ক্যালেন্ডারের উপরে বসে হাত তুলে আশীর্বাদ জানাতেন। এখন নতুন জাগ্রত দেবতারা ওঁদের জায়গা দখল করেছেন, জনগণের ভাগ্য বিধাতা হয়ে স্বর্গ থেকে কলকাঠি নাড়াচ্ছেন। আর হ্যা, দেবতারা যেমন ভক্তি ছাড়া মানুষের সব ব্যাপারেই অনুৎসুক, এই নব্য দেবতারাও তেমনি জনগণের ভোট আর রেমিটেন্সের টাকা ছাড়া তাদের প্রতি সম্পূর্ণ নির্বিকার।   

মস্কো, ১৬ ডিসেম্বর ২০১৯



Saturday, December 14, 2019

সহনশীলতা

থাকুক আর নাই থাকুক স্বীকার করতেই হবে যে ভগবান বেচারা প্রচণ্ড সহনশীল। না হলে এই যে তাঁর একদল সন্তান অন্য আরেক দল পথভ্রষ্ট সন্তানের বিরুদ্ধে দিনরাত অভিযোগ করে বা নিজেদের জন্য হাতি ঘোড়া চেয়ে চেয়ে তাঁর কান ঝালাপালা করে যাচ্ছে যুগের পর যুগ এর পরেও যিনি পর্বতসম অনড়, অটল সেটা একমাত্র সর্বং সহা ধরিত্রীর মত কারও পক্ষেই সম্ভব।

মস্কো, ১৫ ডিসেম্বর ২০১৯

সুশীল

বাংলার সুশীল আজ বুদ্ধির চাঁদ সওদাগর।

মস্কো, ১৫ ডিসেম্বর ২০১৯

আমরা

আমরা সবাই স্বাধীন
আমরা সবাই টাকার গোলাম।

মস্কো, ১৪ ডিসেম্বর ২০১৯

ধর্মের ধর্ম

ধর্ম নিয়ে যে ধরনের অধর্ম চলছে তাতে মনে হয় শেষ পর্যন্ত ধর্মের ধর্ম রক্ষায় নাস্তিকদেরই মাঠে নামতে হবে।

দুবনা, ১৪ ডিসেম্বর ২০১৯ 

Friday, December 13, 2019

ফ্রি

এক বন্ধু জানতে চেয়েছে ফ্রিডম অব প্রেস, ফ্রিডম অব স্পিচ আর ফ্রিডম অব এক্সপ্রেশন কি? বর্তমানে এর অর্থ মনে হয় প্রেস, স্পিচ আর এক্সপ্রেশন এতটাই ফ্রি যে ওরা আমাদের ধরা ছোঁয়ার বাইরে।

দুবনা, ১৩ ডিসেম্বর ২০১৯

Wednesday, December 11, 2019

গণতন্ত্রের অকাল মৃত্যু

তোর শিল তোরই নোড়া
তোরই ভাঙবো দাঁতের গোঁড়া

এটা বলতেন আমাদের পণ্ডিত স্যার। দাঁতের ক্ষেত্রে সেটা কতটুকু সত্য, আর কতটুকু রূপক তা জানিনা, তবে গণতন্ত্র যে গণতান্ত্রিক ব্রহ্মাস্ত্রেই ধরাশায়ী - সেটা তো দেখতেই পাচ্ছি।

দুবনা, ১১ ডিসেম্বর ২০১৯

ভাবগম্ভীর

ভাবগম্ভীর কি?
ভাব মানে প্রেম যখন গভীর না হয়ে গম্ভীর হয়, তাকে বলে ভাবগম্ভীর। তাতে যত না ভাব, তার চেয়ে বেশি ভাব। ভাব নিয়ে ভাবতে ভাবতে আসে গাম্ভীর্য। আর এসবের জগাখিচুড়ীতে মানুষ হয় ভাবগম্ভীর। যে ভাবে গাম্ভীর্যের গভীরতা যত কম, সে ভাবে কার্বনডাই অক্সাইডের পরিমাণ তত কম, সেই ভাব তত হালকা, ফুরফুরে, বায়বীয়, উড়াল দিতে প্রস্তুত।

ভাব করে ভেবো না, ভেবে কর ভাব
ভাবগম্ভীর হবে না তবে তোমার স্বভাব

দুবনা, ১১ ডিসেম্বর ২০১৯ 
 
 
 

Tuesday, December 10, 2019

ভালমন্দ

আচ্ছা, স্বর্গে সব এত ভালো আর নরকে সব এত খারাপ কেন?
এ তো সোজা কথা। স্বর্গ বা নরকে মানুষ যায় এক জীবনের অভিজ্ঞতা নিয়ে। যাকে বলে স্কিল্ড লেবার। নতুন করে তো কিছু শুরু করতে হয় না। তাই খারাপটা খুব খারাপ আর ভালোটা খুব ভালো হয়। তবে কোথায় ভালো আর কোথায় মন্দ সেটা কিন্তু খুবই আপেক্ষিক।
মানে?
এই ধর ধর্মীয় মৌলবাদী, যারা সারা জীবন যত না মানুষের ভালো করেছে, তার চেয়ে বেশী অন্য ধর্মের মানুষকে কষ্ট দিয়েছে। এদের মধ্যে গলাকাটায় পারদর্শী লোকের সংখ্যা একেবারে কম নয়। এরা যদি স্বর্গে যায়, স্বর্গের অবস্থা কি হবে বুঝতেই পারছ। পেশাদার ঢেঁকি স্বর্গেও ঢেঁকি, নরকেও ঢেঁকি। পেশাদার জল্লাদ স্বর্গেও খুনী, নরকেও খুনী। তাই কোন কাজ স্কিলফুলি মানে ভালো ভাবে করলে কাজটা যে ভালো হবেই হবেই সেটা তো ঠিক নয়।

দুবনা, ১১ ডিসেম্বর ২০১৯



আদর্শ

আদর্শ পণ্যে পরিণত হলে সেটা যে আদর্শ পণ্য হবে তেমন কোন কথা নেই, সেটার বরং আদর্শ পর্ণ হবার সম্ভাবনাই বেশি থাকে। 

দুবনা, ১০ ডিসেম্বর ২০১৯ 

যদি গদি

যদির প্রেমে গদি গেছে গলে
যদি গদির ফষ্টিনষ্টি দেশ রসাতলে


দুবনা, ১০ ডিসেম্বর ২০১৯

Monday, December 9, 2019

একজন অজয় রায়ের প্রতি

অনেক অনেক বছর আগে এমন মৃত্যুতে আমরা শপথ নিতাম। শপথ নিতাম তাঁদের স্বপ্ন সফল করার, তাঁদের স্বপ্নের দেশ গড়ার। সেসব আমরা করতাম অনেক আগে। এখন এমন শপথ নেওয়ার বয়স, শক্তি, সাহস কিছুই আর অবশিষ্ট নেই আমাদের। লোভ আর ভোগের টানাহ্যাঁচড়ায় মেরুদণ্ড তো কবেই নতজানু হয়ে বসে আছে। তাই শুধুই দুঃখ প্রকাশ। অক্ষম আমরা আজ শুধু এটুকু করতেই সক্ষম। আপনি অজেয়, আপনি অজয়। আপনাকে দেখে এখন যদি আমরা কিছুটা হলেও মাথা উঁচু করে দাঁড়াতে শিখতে পারি সেটাই হবে আপনার প্রতি আমাদের শেষ সম্মান জানানো। আপনাকে অভিনন্দন!

দুবনা, ১০ ডিসেম্বর ২০১৯



Saturday, December 7, 2019

আয়েশা

আয়েশারা আয়েসে থাকেনা
আয়েশা নাম বলে
কেউই তাদের আয়েসে রাখেনা
দুবনা, ০৭ ডিসেম্বর ২০১৯

ভুঁড়ি

আমার চুল পেকে ভূত, তারপরেও অনেকেই আমাকে কলেজের ছাত্র বলে ভুল করে। ভুল ভাঙ্গার একটাই উপায় - দশাসই একটা ভুঁড়ি আমদানি করা। 

দুবনা, ০৭ ডিসেম্বর ২০১৯ 

Friday, December 6, 2019

ভবিষ্যতের ছবি

কি কর?
ছবি তুলছি।
কিসের ছবি?
কাকের।
কাক কোথায়?
ওরা বেড়াতে গেছে। একটু পরেই আসবে।
তাহলে অপেক্ষা করলেই তো পারতে।
অপেক্ষা কেন? ওরা তো আসবেই। আমি ভবিষ্যতের ছবি তুলছি।

দুবনা, ০৬ ডিসেম্বর ২০১৯


Thursday, December 5, 2019

স্বাধীনতার কাছে পরাধীন

স্বাধীনতা হল জ্ঞানের মত। জানার সীমানা বাড়ার সাথে সাথে আমাদের অজানার ব্যাপকতা সম্পর্কে যেমন উপলব্ধি বাড়ে, স্বাধীনতা তেমনি আমাদের নতুন দায়িত্ববোধের বন্ধনে আবদ্ধ করে। স্বাধীনতা একদিকে পরাধীনতা থেকে মুক্তি, অন্যদিকে নতুন দায়িত্বের কাছে, নতুন কর্তব্যের কাছে নিজেকে সমর্পণ।

দুবনা, ০৬ ডিসেম্বর ২০১৯ 
 
 
 

মিছেমিছি সত্য

মিথ্যে মামলা মিথ্যে প্রমানিত হলে সত্য প্রতিষ্ঠিত হয়। তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাসের গাণিতিক নিয়ম সমাজেও কাজ করে? 

দুবনা, ০৫ ডিসেম্বর ২০১৯ 

Wednesday, December 4, 2019

মিথ

মিথ্যে কথা মিথ্যে মামলা
মিথ্যের নাই শেষ
মিথ্যে মিথে চলছে যে দেশ
ভালই তো, বেশ! বেশ!!

দুবনা, ০৪ ডিসেম্বর ২০১৯

Tuesday, December 3, 2019

ঝরা পাতা পড়া পাতা


অনেক দিন ভাবছি এরকম একটা ছবি তুলব, কিন্তু ঘরের কোন বইই এভাবে খোলা থাকছে না। তাই যেখানেই যাই, বই নেড়েচেড়ে দেখি যদি কেউ এমন পাখা মেলে ওড়ে। সবাই বলে ওটা এমনি হবে না, আঠা বা ঐ জাতীয় কিছু দিয়ে ফিক্স করতে হবে। কিন্তু আমি যেন পণ করেছি, এমন বই খুঁজে বের করবই করব। আজ (অলরেডি গতকাল) অব্রাজে গিয়ে এই বইটার দিকে চোখ পড়ল। হাতে নিয়ে নাড়লাম কিছুক্ষণ, তারপর খুললাম একটু একটু করে। ঠিক যেমনটা দরকার। বললাম, বইটা আমি নিয়ে যাচ্ছি। নেক্সট মঙ্গলবার ফেরত দেব। সব শুনে দিয়ে দিল (না শুনলেও দিত)। রাত দুপুরে বাসায় ফিরে প্রথম প্রচেষ্টা। দেখি আর কি করা যায় ওকে নিয়ে।
দুবনা, ০৪ ডিসেম্বর ২০১৯



ঘণ্টা

ঘণ্টায় ঘণ্টায় ঘণ্টা বাজে
ঘণ্টা কাটে ঘণ্টার কাজে
বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা
কাজটা এত সোজা নয় দাদা 
 
দুবনা, ০৩ ডিসেম্বর ২০১৯ 

Monday, December 2, 2019

পথ

পথের শেষেই পথের শুরু
শুরুতেই পথ শেষ
পথহীণ এই পথেই আমার
কাটছে জীবন বেশ

দুবনার পথে, ০২ ডিসেম্বর ২০১৯

অবিশ্বাস

পেসিমিস্টের অটল বিশ্বাস
জীবনের মিছিলে মৃত্যুরা ফেলে
ঘন ঘন নিশ্বাস

দুবনার পথে, ০২ ডিসেম্বর ২০১৯

Sunday, December 1, 2019

টাক ও টাকা

এক লোকের মাথায় এই শীতেও গোল টুপি দেখে একটু অবাক হলাম। ভালো করে তাকিয়ে দেখি ওটা আসলে একটা সযত্নে লালিত টাক। টাকা থাকলে টাকও দামী টুপি বলে ভ্রম হয়।

মস্কো, ০২ ডিসেম্বর ২০১৯

#নাবলাবানী

left-right

You have the right to be left
You have the right to be wrong
Sometimes right is left and left is right
Sometimes right is absolutely wrong!

Dubna, 01 December 2019


Saturday, November 30, 2019

মেলা মেলা

রাস রথ কত মেলা
মেলা তাই ঝামেলা
ঝামেলা নয় মেলা
মেলা আনন্দ মেলা

দুবনা, ৩০ নভেম্বর ২০১৯

Friday, November 29, 2019

ছবি

অনেকের কয়েক বছর আগের আর বর্তমানের ছবি দেখে মনে হয় এরা কোরবানীর জন্যে নিজেদের তৈরি করছে।

দুবনা, ২৯ নভেম্বর ২০১৯

Thursday, November 28, 2019

লঙ্গর খানা


- দাদা, আপনি কোথায়?
- এই একটু পলিক্লিনিকে এসেছি।
- কেন? শরীর ঠিক আছে তো?
- শরীর ঠিক না থেকে যাবে কোথায়?
- তাহলে?
- জীবনে তো কারও জন্যও কিছু করতে পারলাম না, তাই ভাবলাম ছিঁচকে অসুখদের জন্য একটা রোগালয় খুলব নিজের শরীরে। মানে রোগদের বিশ্রামাগার। ওটাকে চালু রাখতে হলে মাঝে মধ্যে পলিক্লিনিকে আসতে হয় রেগুলার চেক আপের জন্য। তাই আসা।
- তা ডাক্তার দেখালেন? কি বলল?
- বলল রোগেরা নিশ্চিন্তে আরও অনেক দিন বসবাস করতে পারবে এই অনাথ আশ্রমে।

দুবনা, ২৯ নভেম্বর ২০১৯ 





বরফ

বরফকে বেসো না কো ভালো
বরফকে ভালবাসলে ওর মন গলে যাবে
শুরু হবে অফুরান কান্না
আর সে কান্নায় ভিজে যাবে তোমার পা
ভেসে যাবে তুমি দূর সাগরে
বরফ ঠাণ্ডা
ওকে ভালবাসতে নেই।
বরফকে বেসো না কো ভাল
ও বাইরেই সাদা, মনটা ওর বড়ই কালো
দুবনা, ২৮ নভেম্বর ২০১৯ 

নাম ও কাম

অনেক কিছুরই নামের সাথে কামের মিল নেই। ব্যতিক্রম মনে হয় হাসপাতাল। পাতাল পুরীর মত নিস্তব্ধ লম্বা লম্বা করিডোর দিয়ে সাদা আপ্রন পরে নার্স আর ডাক্তাররা হাঁসের মত ঘুরে বেড়ায়।

দুবনা, ২৭ নভেম্বর ২০১৯

Monday, November 25, 2019

জীবন বাজীর চলা

জাতি হঠাৎ আবিষ্কার করল যে তাদের উন্নয়নের গাড়িটার ব্রেক কারা যেন নষ্ট করে ফেলেছে। আমরা এগুচ্ছি ঠিকই তবে কোন লক্ষ্যে গিয়ে যে পৌঁছুব সেটা কেউ আর হলফ করে বলতে পারহে না। জার্নিটা তাই যত না আনন্দের তার চেয়ে শতগুণ আশঙ্কার। যাকে বলে এক্সট্রিমাল জার্নি

দুবনা, ২৬ নভেম্বর ২০১৯


ভাবনা কাহারে বলে

ভাবনা যখন ঘাড়ে চেপে পা দোলায় আর ভাব না করে শুধুই ভাবায় টাক মাথাই তখন একমাত্র সান্তনা। চুল না ছিঁড়ে মানুষ টাক মাথায় হাত বুলায়। মস্কো, ২৫ নভেম্বর ২০১৯

পেটেপিঠ

পেটে পিঠ ঠেকে গেলে মানুষ হয় ক্ষুধার্ত আর পিঠে পেট ঠেকলে মেদহীণ সুস্বাস্থ্যের অধিকারী। মস্কো, ২৫ নভেম্বর ২০১৯

Sunday, November 24, 2019

হারজিত

ইনিংস পরাজয় নিয়ে আপনার মতামত কি?
দেখুন, আমরা বাংলাদেশিরা সব সময় দয়ার সাগর, যাই করি আবেগ দিয়ে করি। জিতলেও জেতার মতই জিতি, হারলে হারার মতই হারি। জেতাটা যখন ফস্কে গেলো, হেরে দেখিয়ে দিলাম আমাদের মনের উদারতা।

মস্কো, ২৫ নভেম্বর ২০১৯


খেলা আর ধূলা

বাংলাদেশে আইস হকি খেলে না কেন?
আমরা খেলাকে বলি খেলাধূলা। আইস হকিতে ধূলা নাই কিনা তাই ওকে অপূর্ণ অপূর্ণ মনে হয়। তাই খেলি না।

মস্কোর পথে, ২৪ নভেম্বর ২০১৯

খেলাধূলা

বর্তমানের আওয়ামী লীগ অনেকটা ফুটবল বা ক্রিকেট লীগের মত। ফি দিয়ে এন্ট্রি করা যায়। খেলা যায়। আবার প্রয়োজনে ম্যাচ ফিক্স করা যায়।

মস্কোর পথে, ২৪ নভেম্বর ২০১৯

লোভ

ছানাবড়া চোখেরা চোখ মেলে দেখে
চাই চাই আরও চাই জপমন্ত্র শেখে

দুবনা, ২৪ নভেম্বর ২০১৯








Saturday, November 23, 2019

বাই প্রোডাক্ট

পরিবারে অর্থনৈতিক উন্নয়নের কিছু কিছু বাই প্রোডাক্টের একটা হল দু একটা বেয়াড়া সন্তান। দেশের লাগামহীন উন্নতির সাথে সাথে পেঁয়াজের ব্যাপারী, লবনের দোকানদার বা গাড়ি ঘোড়ার মালিকেরা একটু আধটু বেয়াড়া হলে অন্যায়ের কিছু নেই। দেশ তো শুধু দেশ নয়, মা জননীও বটে। সাধে তো আর দেশকে জননী জন্মভূমি বলা হয়না। তবে এটাও ঠিক, সময় মত বেয়াড়া সন্তানদের কন্ট্রোলে আনতে না পারলে শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে হতে পারে! দুবনা, ২৪ নভেম্বর ২০১৯ Focus Workshop photo

তাল গাছ

পাপ তাল গাছ দেখতে কেমন? পাইন গাছের চুলগুলো রোনাল্ডিনোর মত কেটে দিলে যেমনটা তাল গাছও ঠিক তেমন। দুবনা, ২৩ নভেম্বর ২০১৯

বরফ

বরফের চাদর গায়ে
বসে আছি পথ চেয়ে
আসবে তুমি আসবে বলে
টেনে নেবে নিজের কোলে

দুবনা, ২৩ নভেম্বর ২০১৯

সমস্যা

সমস্যার সমস্যা নিয়ে ভাবতে ভাবতে লোকে এমন সব সমস্যার সম্মুখীন হয় যে সেটা পুরনো সমস্যার চেয়ে বহুগণ বড় সমস্যা হয়ে দাঁড়ায়। দুবনা, ২৩ নভেম্বর ২০১৯

দাসের দাসত্ব

মার্ক্সের "দাস ক্যাপিটাল" নাম শুনে অনেকেই এটা দাসদের ক্যাপিটাল ভেবে মনে মনে উৎফুল্ল হন। কারণ হয়তো সারপ্লাস ভ্যালু দাসেরাই তৈরি করে। সে অর্থে ক্যাপিটাল দাসদের হবে না তো কার হবে? তবে বাস্তবটা একেবারেই ভিন্ন। ক্যাপিটালতা দাসদের নয়, মানুষই ক্যাপিটালের দাস। আর জার্মান দেশের লোকজন ওদের দাসের সাথে বাংলার দাসের অভূতপূর্ব আত্মীয়তা দেখে হেসে গড়াগড়ি যায়। দুবনা, ২৩ নভেম্বর ২০১৯

ডিজিটাল পরলোক

আশা করি আমাদের জীবদ্দশাতেই স্বর্গ আর নরকের ডিজিটালিকরণ ঘটবে। নরকের পাচকেরা তেলেভাজি আর সেদ্ধর বাইরেও রোস্ট, গ্রীল এসব করা শিখবে। স্বর্গে বাইজী নাচের পাশাপাশি ডিস্কো ড্যান্স, রক, মেটাল এসবের আমদানী হবে, আর ডাইবেটিসের পুণ্যবান রুগীদের জন্য চিনিবিহীন মিষ্টিসহ বিভিন্ন স্বল্প ক্যালরির খাবার সরবরাহ করা হবে। দুবনা, ২৩ নভেম্বর ২০১৯

Friday, November 22, 2019

পপুলার উইসডম

রাশিয়ানে একটা কথা আছে যাকে বলা চলে "পপুলার উইসডম"। আমাদের দেশগুলোর সরকারেরা প্রায়ই নিজেদের তৈরি আইন নিজেরাই অমান্য করে। সেটা এড়াতে তারা অবশ্য এই পপুলার উইসডম ব্যবহার করতে পারে। সমস্ত আইন বাতিল করে এইসব পপুলার উইসডম একেবারে সংবিধানে লিখে ফেলতে পারে। তাতে জনগণের প্রতিও শ্রদ্ধা জানানো হবে আর বার বার সরকারকে আইন অমান্য করার অভিযোগে দায়ী হতে হবে না। এখন বলি কি কি পপুলার উইসডম সরকার প্রথম মন্ত্র হিসেবে নিতে পারে "শক্তের ভক্ত নরমের যম" "জোর যার মুল্লুক তার" আমাদের সব দেশে এ ধরণের জ্ঞানগর্ভ প্রবাদের অভাব নেই। চাইলে একটা কেন, কয়েকটা আইনী বই তৈরি করা যাবে। আমরা তো সরকারকে প্রায়ই সরকার বাহাদুর বলে ডাকি। যাই বলেন, বাহাদুর শাহ কিন্তু তাঁর শক্তিমত্তার জন্য কখনই পরিচিত ছিলেন না। সরকারকে বাহাদুর ডাকবেন, আবার তার কাছে বীরত্ব আশা করবেন সেটা তো হয় না! দুবনা, ২২ নভেম্বর ২০১৯

Thursday, November 21, 2019

ভালমন্দ

ভাল রকম খারাপ থাকা আর খারাপ রকম ভাল থাকা দুটোই খুব উত্তেজনাময়। যাকে বলে ভাল-মন্দের জবরদস্তি বা জবর দোস্তি! দুবনা, ২১ নভেম্বর ২০১৯

অন্তর্ঘাত

মাঝে মাঝে মনে হয় আমার খাবারগুলোর জন্ম বাংলাদেশে। তা না হলে এত ঘন ঘন অন্তর্ঘাতী কাজ করবে কেন? দিল তো দিনটা মাটি করে! দুবনা, ২১ নভেম্বর ২০১৯

Wednesday, November 20, 2019

ছেলে মেয়ে ছেলে

দাদা, ছেলে এবং মেয়ে - এরা কি কম্যুটেটিভ? না! কেন? বাজারে গিয়ে "লোকটি ছেলেমেয়েকে ভালবাসে" আর "লোকটি মেয়েছেলেকে ভালবাসে" দুটো বাক্য বলে লোকজনের রিয়াকশন দেখেই বুঝতে পারবে যে ছেলে আর মেয়ে শব্দ দুটো ইচ্ছে মত স্থান পরিবর্তন করতে পারে না। দুবনা, ২০ নভেম্বর ২০১৯

Tuesday, November 19, 2019

অসুখের সুখে পাগল

অসুখ বিসুখ হল আনস্কিল্ড লেবারের মত যারা প্রায়ই অনেকে মিলে ছোট্ট একটা ঘরে থাকে। তা না হলে আমার এই ছোট্ট শরীরে, যা অনেক আগেই হাউজ ফুল, হাজারো অসুখ বিসুখ ঠাঁসাঠাসি করে বাস করত কেমনে? ভাবছি আসলে ওরা অদক্ষ শ্রমিক নাকি সাম্যবাদী! দুবনা, ১৯ নভেম্বর ২০১৯

বীরত্ব

মেইন রোড দিয়ে সাইকেল চালিয়ে অফিস যাচ্ছিলাম। বাসটা এক মিটার দূরত্ব রেখে ওভারটেক করল। ভয় পেয়েছে নিশ্চয়ই। দুবনা, ১৯ নভেম্বর ২০১৯

Sunday, November 17, 2019

পররাষ্ট্রমন্ত্রী

কেউ কেউ ভাবেন পররাষ্ট্রমন্ত্রী মানে হল পর রাষ্ট্রের মন্ত্রী, তাদের কাজ পর রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা মস্কো, ১৮ নভেম্বর ২০১৯

ঢেঁকির বুদ্ধি

ভিন্ন চিন্তার মানুষের সব সময়ই শারীরিক বা মানসিক ভাবে নির্যাতিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই পররাষ্ট্র মন্ত্রী এদের বিদেশে পাঠিয়ে দিলেই পারেন। তাতে নির্যাতন করার বদনামও হবে না আর বোনাস হিসেবে রেমিট্যান্সের টাকাও পাবেন। মস্কো, ১৮ নভেম্বর ২০১৯

নড়বড়ে

পেঁয়াজ আমাদের যেভাবে নাকানি চুবানি খাওয়াল তাতে নতুন করে প্রমাণ করার দরকার নেই যে আমাদের মনোবল কতটা নড়বড়ে মস্কোর পথে, ১৭ নভেম্বর ২০১৯

রান্না

সারা জীবন তো পেঁয়াজ দিয়ে মাংস রান্না করলে এবার না হয় মাংস দিয়ে পেঁয়াজ রান্না কর। এমন সুযোগ কী জীবনে দুই বার আসে? মস্কোর পথে, ১৭ নভেম্বর ২০১৯

পেঁয়াজ ভাত

ছিলাম ভেতো হলাম পেঁয়াজী ভাত দিয়ে খাব পেঁয়াজ ভাজি মস্কোর পথে, ১৭ নভেম্বর ২০১৯

Saturday, November 16, 2019

বিবর্তন

কিছু মানুষ ভালো কিছু খুব তাড়াতাড়ি গ্রহণ করলেও অধিকাংশ মানুষ খারাপটা আরও দ্রুত গ্রহণ করে, নিজেদের খারাপ দিকটা যতদূর সম্ভব আঁকড়ে থাকে। রক্ষনশীলতা আসলে ক্ষেত্র বিশেষে ভালো হলেও অধিকাংশ ক্ষেত্রেই সেটা পশ্চাদ্মুখীতা। আসলে সব কিছুর পেছনেই কাজ করে স্বার্থ, সমাজের, জাতির মোড়লদের স্বার্থ। সোভিয়েত ইউনিয়নে বসবাসের সময় এর অনেক খারাপ দিকই চোখে পড়ত, বিশেষ করে বাক ও ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে। পশ্চিমা দুনিয়া সোভিয়েত ব্যবস্থার বিরোধিতা করতে এর খ্রাপ দিকগুলোই বেশি করে উল্লেখ করত, নিন্দা করত এক দল ও এক মতের। কিন্তু বর্তমানে একটু খেয়াল করলেই দেখা যাবে এখন তারা নিজেরাই সেসব জিনিস দিব্যি করে যাচ্ছে। ফর্মালি প্লুলারিজম থাকলেও নিও লিবারেল মতবাদ রাজনৈতিক দল ও মিডিয়াকে ব্যবহার করে বাকি সব মতবাদকে দাবিয়ে রাখতে সদা সচেষ্ট। তাই মানুষ স্বাধীন হলেও রাষ্ট্র, বিশেষ করে বড় বড় কোম্পানি, ব্যাংক ইত্যাদি তাদের দাসত্বের অদৃশ্য শিকলে বেঁধে রেখেছে। একই ঘটনা ঘটছে সমাজের অন্যান্য ক্ষেত্রেও। আমাদের মহিলা কর্মীদের সাথে সৌদি আরবে যা ঘটছে তাতে প্রমানিত হয় ইসলাম পূর্ব আরব সমাজের থেকে আচার আচরণে তারা খুব বেশি দূরে যেতে পারেনি। দেশে বিধবা বিবাহ চালু হলেও এখনো সমাজ সেটাকে যে মনেপ্রানে মেনে নিয়েছে, নিচ্ছে সেটা মনে হয় না। সহমরণ বা সতীদাহ প্রথা আইন করে বন্ধ করলেও বিধবা বা বিবাহ বিচ্ছেদের পরে নারীদের যে অবস্থার মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে সেটাকে মানসিক দাহ বলাই যুক্তিযুক্ত। আর এটা শুধু হিন্দু সম্প্রদায়েই নয় মুসলিম সম্প্রদায়েও ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এত শিক্ষা দীক্ষা, গাড়ি ঘোড়া, আধুনিক বিজ্ঞানের অগ্রগতির পরেও অধিকাংশ মানুষ আসলে সেই মধ্য যুগেই রয়ে গেছে। দুবনা, ১৭ নভেম্বর ২০১৯

Friday, November 15, 2019

শক্তির বিড়ম্বনা

আমার বয়স যখন মাত্র ছয় মাস আমাদের বাড়িতে ডাকাতি হয়েছিল। মা বাবা ওদের প্রহারে অজ্ঞান হয়ে গেলে ডাকাতরা আমাকে ন্যাকড়ায় পেঁচিয়ে গায়ে কেরসিন ঢেলে দেয় পুড়িয়ে মারবে বলে। স্বপনদা ওদের কাছ থেকে আমার প্রাণ ভিক্ষা করে সে যাত্রায় আমাকে রক্ষা করে। এসব গল্পই আমার শোনা বড়দের কাছে। ফলে সেই ছোটবেলা থেকেই ডাকাতের ভয় আমাকে পেয়ে বসে। তখন ঘুমুতে গেলেই বিছানার উপরে হলুদ পাড় দেওয়া লাল রঙের যে চাঁদোয়া (শামিয়ানা) ছিল সেটা হঠাৎ তারাভরা আকাশ হয়ে যেত। দেখতাম অমানিশার সেই কালো রাতের গা ফুঁড়ে ঘোড়ায় চড়ে আসছে ডাকাতের দল। পরনে ওদের লাল পোশাক, মাথায় লালা পাগড়ী, কপালে সিঁদুরের ফোঁটা। শুনেছি ডাকাতরা রক্ষা কালীর পূজা করে বেরুত ডাকাতি করতে। পরে বঙ্কিমচন্দ্রের লেখায়ও সেরকম গল্প পড়েছি। আর ভেবেছি কেন ঈশ্বর ডাকাতদের রক্ষা করেন। বর্তমানে ঈশ্বরের নামে মানুষের উপর যত অত্যাচার করা হয়, যত মানুষকে হত্যা করা হয়, তা হয়তো আর কোন কিছুর নামেই করা হয় না। ঈশ্বর নিজেই আজ এইসব দুর্বৃত্তদের হাতে জিম্মি, তাই ইচ্ছে থাকলেও তিনি আর অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন না। তিনি এখন সামরিক শাসকের আমলে নামেমাত্র রাষ্ট্রপতির মত, যিনি সাধারণত বিচারপতিও, যার নামে ও যার কাঁধে বন্দুক রেখে সামরিক শাসক হেন অন্যায় নেই যা করে না। পুতুল রাষ্ট্রপতি তবুও কালেভদ্রে পদত্যাগ করতে পারেন, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর এতটাই অসহায় যে তিনি পদত্যাগও করতে পারেন না। দুবনা, ১৬ নভেম্বর ২০১৯

গ্লাস

দেশে থাকতে প্রায়ই মুসলিম বন্ধুদের প্রায়ই বলতে শুনতাম "তোদের তো ইন্ডিয়া আছে। দেশে কিছু হলে ওখানে চলে যাবে। আমরা যাব কোথায়? " হঠাৎ করেই কথাটা মনে পড়ে গেল। আর মনে পড়লো "গ্লাস অর্ধেক ভর্তি না অর্ধেক খালি" সেই অমীমাংসিত প্রশ্ন। আচ্ছা একথা বলে মুসলিম প্রতিবেশীরা হিন্দুদের মনে নিশ্চিন্ত ভবিষ্যতের আশা জাগাতে নাকি তাদের দেশ ছাড়া করে ভারতে পাঠানো হবে বলে ভয় দেখাত? দুবনা, ১৫ নপভেম্বর ২০১৯

বিষয়বস্তু

সোভিয়েত আমলে এদেশের দুটো প্রধান সংবাদপত্র প্রাভদা (সত্য) ও ইজভেস্তিয়া (খবর) সম্পর্কে একটা জোক চালু ছিল - "সত্যে খবর নেই, খবরে সত্য নেই।" এখন সে অবস্থা দেখি সর্বত্র। বিষয়ে বস্তু নেই, বস্তুতে বিষয় নেই। সব যাকে বলে ভার্চুয়াল রিয়্যালিটি। কোন কিছুর কোন বিষয়বস্তু নেই। অর্থহীন বিষয়বস্তু, বিষয়বস্তুহীন অর্থ! অথবা সর্বত্রই শুধু বিষয় আর বিষয়। এত বিষয়ের ছড়াছড়ি যে মানুষ কোনটা রেখে কোনটা নেবে সেটা ঠিক করতে করতেই জীবন কেটে যায়। বিষয়কে বস্তু থেকে আর বস্তুকে বিষয় থেকে আলাদা করলে যা হয়। আসুন ওদের ভাঙ্গা সংসার আবার গড়ে তুলতে সাহায্য করি, আলাদা আলাদা বিষয় আর বস্তু না খুঁজে বিষয়বস্তু খুঁজি। দুবনা, ১৫ নভেম্বর ২০১৯

Thursday, November 14, 2019

না বোঝার বোঝা

অভিনন্দন! অভি নন্দন মানে? আমার বাবার নাম অভি বটে, তবে আমি অভি নন্দন নই। আরে ছোট চুল রাখলে আর ছেলেদের মত জামাকাপড় পরলেই নন্দন হয়ে যায় নাকি! আমি, আমি ঠিক তা বলতে চাইনি... আবার অজুহাত। ভুল করেছেন করেছেন, তা আবার এত কচলানোর কী আছে? সমাজটা উচ্ছন্নে গেল আপনাদের জন্য। মানে... আবার মানে। যান, মানে মানে কেটে পড়ুন। দুবনা, ১৪ নভেম্বর ২০১৯

Wednesday, November 13, 2019

জল্পনা কল্পনা এসব মোটেই অল্প না

উনি এটা কি করলেন? এটা ওনার অনেক আগেই করা উচিত ছিল। এতদিন মানুষ বসে থাকে? আরে ভাই উনি আগে এটা করলে লোকে ওটা বলত, অবশ্য করেননি বলে এটা বলছে। নিকুচি করি তোমার এটা ওটা বলার। ওনার ভালো উনিই ভালো বুঝবেন। করেছেন বেশ করেছেন, যখন খুশি তখন করেছেন। বেচারা। এত উকিল চারিদিকে কপালে কী যে আছে কে জানে! দুবনা, ১৪ নভেম্বর ২০১৯

ধার

ধার করা ধারণার ধার খুব বেশি কারও আত্মা খাঁচা ছাড়ে কারও ফুলে পেশী দুবনা, ১৪ নভেম্বর ২০১৯

দাস

গণতন্ত্রের কথা আমরা যখন বলি তাতে আমরা বুঝি কোন কাজে অধিকাংশ মানুষের অংশগ্রহণ। অর্থাৎ ভুল শুদ্ধ যাই হোক, যদি অধিকাংশ মানুষ সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কোন কাজ করে তবে তা হবে গণতান্ত্রিক। কিন্তু অধিকাংশ মানুষ মিথ্যাকে সত্য বললে তো সেটা সত্য হয়ে যাবে না, যেমন কিনা অধিকাংশ মানুষ সত্যকে মিথ্যা বললে সেটা মিথ্যা হয়না। তারপরেও সংখ্যার জোরে, মিডিয়া ব্যবহার করে মিথ্যা প্রচারের মাধ্যমে, জনগণের অনুভূতিকে ম্যানিপুলেট করে অনেক কিছুই হচ্ছে আজকের বিশ্বে আর সেসব হচ্ছে গণতন্ত্রের নামেই। তাহলে কি দিনের শেষে সেটাই দাঁড়াচ্ছে না যে মুষ্টিমেয় কিছু মানুষ যাদের রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষমতা আছে তারাই মানুষের কাঁধে বন্দুক রেখে নিজেদের সুবিধা মত গুলি ছুড়ছে? দাস প্রথা অনেক আগে উঠে গেলেও আমরা সবাই স্বেচ্ছায় দাস হচ্ছি নতুন মালিকের। ইচ্ছা অনিচ্ছায় আমরা কাজ করছি, করতে বাধ্য হচ্ছি ব্যাংকের লোণ শোধ করতে, নতুন কোন গ্যাজেট কিনতে। আমরা দাস হচ্ছি আমাদের লোভের। হ্যাঁ, আমাদের স্বাধীনতা আছে লোণ না নেওয়ার, নতুন নতুন বিভিন্ন ডিভাইস না কেনার। তারপরের আমরা রংবেরঙের অ্যাড দেখে প্রলোভনের শিকার হয়ে এসবই করছি। আগে দাসেরা তারা যে দাস অন্তত এই সত্যটুকু জানতো। আজ আমরা সেটাও জানি না। আমরা অনেক আগেই প্রদীপের সেই জ্বীনে পরিণত হয়েছি যারা নিজেদের খুব শক্তিশালী মনে করলেও, পারত পক্ষে স্বাধীন হলেও আসলে তা নই। বিগ ব্রাদাররা আঙ্গুলির ইশারায় আমাদের দিয়ে প্রায় যা খুশি তাই করিয়ে নিতে পারে। গণতন্ত্র ব্যক্তি মানুষের কথা বললেও ক্ষমতাসীনরা আসলে আমাদের সমষ্টির একজন করে রাখছে, তাঁদের ইমারতের একেকটা ইটে পরিণত করে রাখছে যাদের গুরুত্ব থেকেও নেই, কেননা অতি সহজেই তাঁদের পরিবর্তে নতুন ইট বসান যায়। বিশাল এই জনসমুদ্রে এই মানুষ এমনকি এক বিন্দু জলের যে ক্ষমতা সেটাও রাখে না! দুবনা, ১৩ নভেম্বর ২০১৯

Tuesday, November 12, 2019

সাবধান!

ধারণা ছিল সামাজিক মাধ্যমের যুগে এর একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে আমি এখন বেশ "আপ টু ডেট" মানুষ। সে ভুলটা আজ ভাঙল। মনে পড়ে সোভিয়েত আমলের কথা। ঘরে টিভি প্রায় সবসময় বাজত, রুশ বন্ধুরা আড্ডা দিতে আসত। তারপরেও চেরনোবিলের ঘটনা আমি জানতে পারি বেশ কয়েকদিন পরে। একই ঘটনা ঘটে লেনিনাকানের ভুমিকম্পের সময়। মানে এই নয় যে কেউ কোথাও এ নিয়ে কথা বলেনি। আমি সবকিছুর মধ্যে থেকেও কিছুই শুনতে পাইনি, নিজেকে নিয়েই ব্যস্ত ছিলাম। গত রাতে বলিভিয়া নিয়ে কি একটা পোস্ট দেখেছিলাম, গুরুত্ব দেইনি। আজ সকালে আবার আরেকটা পোস্ট দেখলাম। একটু খবর নিয়ে দেখলাম ইভো মোরালেস প্রায় কাপুত (মানে তাঁর দিন শেষ)। তাঁকে যে থাকতে দেওয়া হবে না সেটা কমবেশি জানাই ছিল। একটু খারাপ লাগছে। আরও খারাপ লাগছে নিজের দুরাবস্থার কথা ভেবে। এখনো সেই "আউট ডেটেড"ই রয়ে গেলাম। আবার বুঝলাম বিগ ব্রাদার ঝিমুতে পারে, ঘুমায় না। সর্বদা সজাগ। একটু রিল্যাক্স করেছ কি ঘাড় মটকিয়েছে। সাধু সাবধান! দুবনা, ১৩ নভেম্বর ২০১৯

ত্রিভূজ প্রেম

ত্রিভূজ প্রেমে কেন ঝামেলা বেশি জানেন? কোণগুলো সব সময় সুক্ষ হয়, তাই খোঁচার ঘা বেশ লাগে। চর্তুৰ্ভূজ, পঞ্চভূজ মানে ভূজ যতই বাড়বে কোণ ততই স্থুল হবে আর আঘাতটাও কম লাগবে। আর বৃত্ত হলে তো কথাই নেই! বুঝলেন কিছু? মস্কো, ১২ নভেম্বর ২০১৯

কৃত্রিমতা

রাজনীতিবিদ ছাড়া পৃথিবীতে আজ প্রায় সব কিছুই মেয়াদোত্তীর্ণ। এই মেয়াদহীনতাই প্রমাণ করে রাজনীতিবিদদের কৃত্রিমতা। মস্কো, ১২ নভেম্বর ২০১৯

Monday, November 11, 2019

গণতন্ত্র

গণতন্ত্র হচ্ছে গণতার যন্ত্র বা কিছু মানুষের তান্ত্রিকতায় গণমানুষের যন্ত্রণা মস্কো, ১২ নভেম্বর ২০১৯

আচার

কুল না পেয়ে আলিচা দিয়ে বরইএর আচার বানালাম। নাম দিয়েছি স্বৈরাচার

মস্কো, ১২ নভেম্বর ২০১৯

বুক

একটা বুক বুকিং দিয়ে
বুকে সে কী ব্যথা
বুককে বুকিং করা
ভাই নয় সোজা কথা

মস্কো, ১১ নভেম্বর ২০১৯

Sunday, November 10, 2019

ক্ষমতা

সবলের কাছে ক্ষমতা অক্ষম দু
র্বলের কাছে দানো
ক্ষমতার নেশা বড় সংক্রামক
মান আর নাই মান।

মস্কো, ১১ নভেম্বর ২০১৯

মৃত্যু

কাদায় পিছলে পড়ে
কেঁদেকেটে গেল প্রাণ
নিশ্চয়ই নাস্তিক ছিল
মোটাসোটা ঐ হাতিখান

মস্কো, ১১ নভেম্বর ২০১৯

রটনা

B এর সাথে A এর হল BA
খবরটা ছড়িয়ে দিল টিয়ে রঙের টিয়ে
B এর সাথে A এর যখন হল ছাড়াছাড়ি
Bভিন্ন কথা রটতে শুরু করল তাড়াতাড়ি

দুবনা, ১০ নভেম্বর ২০১৯ 

Friday, November 8, 2019

নাখোশ মুখোশ

মুখোশটা আজ বড়ই নাখোশ
দিয়েছে কে যেন খুলে
মুখোশ পরে আসল রূপ সে
কবেই গিয়েছে ভুলে

দুবনা, ০৯ নভেম্বর ২০১৯ 

মুখোশ

চারিদিকে নীতির নামে
ঘুস দূর্নীতির জয়গান
চেতনার মুখোশ পরে
কলকাঠি নাড়ে শয়তান

দুবনা, ০৯ নভেম্বর ২০১৯

পেঁয়াজ

আমি নিজে যে মাছ মাংসের খুব ভক্ত তা নয়। অনায়াসে সবজি খেতে পারি দিনের পর দিন। তবে ২০১৪ সালে পুনা গিয়ে যখন দেখলাম IUCAA ক্যান্টিনে সপ্তাহে মাত্র একবার (বা দুইবার) মাংস দেয়, তাও শুধু আগে থেকে অর্ডার দিলে আমি সত্যি সত্যি প্রমাদ গুনলাম। আর একবার অর্ডার দিয়ে মাংস না পেয়ে আমার তো দিশেহারা অবস্থা। যতটা না মাংসের অভাবে, তার চেয়েও বেশি চাইলেই যে মাংস পাচ্ছি না সেই বাস্তবতার মুখমুখি হয়ে, যদিও বাইরের যেকোন রেস্টুরেন্টে গিয়ে মাংস খাওয়া যেত। বর্তমানে দেশে পেঁয়াজ সংকট চলছে। ১৯৭৪ সালে দেশে যখন লবনের অভাব ঘটে অনেকেই লবন ছাড়া রান্না করতেন। আমার ধারণা পেঁয়াজের ব্যাপারটাও অনেকটাই সাইকোলজিক্যাল। নাকি আমরা পেঁয়াজের নেশায় এত বেশি আসক্ত যে কিছুতেই ওর বেষ্টনী থেকে বেরিয়ে আসতে পারছি না?

দুবনা, ০৮ নভেম্বর ২০১৯ 
 
 
 

মানুষ

কিছু কিছু মানুষ অন্যদের সাফল্যকে নিজেদের ব্যর্থতা হিসেবে দেখে। এদের উপস্থিতি যেকোনো কালেক্টিভের জন্য ভীষণ ক্ষতিকর

দুবনা, ০৮ নভেম্বর ২০১৯

Wednesday, November 6, 2019

নিয়ম

প্রায় দুই বছর পর গত সোমবার সুইমিং পুলে গেলাম সাঁতার কাটতে। শিক্ষকতা শুরু করার পর সময় করে উঠতে পারি না, তাই এই দীর্ঘ বিরতি। সাঁতার কাঁটা বা যে কোন গ্যাদারিংএ যাওয়া আসলে যতটা না সেটা করা তার চেয়ে বেশি বন্ধুদের সাথে দেখা করা, গল্প করা। তাই সোমবারের বদলে অন্য যে কোন দিনও যেতে পারতাম, হয়ে ওঠেনি। এই সোমবার ছুটি ছিল, তাই যাওয়া। অনেক দিন পরে অনেক পরিচিত মুখ দেখে খুব ভালো লাগল। সবার একই প্রশ্ন এতদিন আসিনি কেন।
- কি দেশের কথা একেবারে ভুলে গেছ মনে হয়?
আসলে আমাদের আড্ডা জমে সাওনায় স্টিম বাথ করতে গিয়ে। ওখানে ১০০ থেকে ১১০ ডিগ্রী তাপমাত্রা, তাই ওখানে ঢুকেই আমি সাধারণত বলি ঠিক দেশের মত উষ্ণ। আর সে কারণেই এই প্রশ্ন। সাওনায় বসে রাজনীতি, জীবন, দেশ বিদেশ কত গল্পই না হয়, বলা হয় নানা রকমের আনেকডোট। আর সব গল্পই হয় অত্যন্ত রিল্যাক্স মুডে। কোন রকম সেন্সর ছাড়া। তাই শহরের অনেক কথাই জানা যায়।
সাঁতার কাটতে কাটতে মনে পড়ল কয়েক বছর আগের এক ঘটনার কথা। জলে মাথা ডুবিয়ে সাঁতার কাটছি, হঠাৎ প্রচণ্ড ধাক্কায় থেমে গেলাম। সামনে বেশ বয়স্ক এক ভদ্রলোক। আমাদের হেড টু হেড কলিশন হয়েছে।
- কি, তুমি কী রাস্তায় চলাচলের নিয়ম কানুন জান না? এখানেও ডান দিকে ধরেই সাঁতার কাটতে হয়।
- জানব না কেন, জানি। দেখছই তো আমি ভিনদেশী। আমাদের দেশে বাঁ দিক ধরে সবাই চলে, সাঁতারও কাটে।
সাথে সাথে চারপাশের লোকজন হো হো করে হেসে উঠল। ভদ্রলোক সুবিধা করতে না পেরে সাঁতার কাটতে শুরু করলেন।

দুবনা, ০৬ নভেম্বর ২০১৯ 
 
 
 

তাল বেতাল

তিল নাচে তালে তালে
নেচে সে মাতাল
তিল যদি তাল হয়
তাল হয় বেতাল

দুবনা, ০৬ নভেম্বর ২০১৯

তিল ও তাল

কেউ তিলকে তাল করে
কেউ তালকে তিল
দু' দলের এই বিবাদে বর্ষে
চড়, ঘুসি আর কিল 
 
দুবনা, ০৬ নভেম্বর ২০১৯ 

Tuesday, November 5, 2019

বাতিহীন ল্যাম্প পোস্ট

আপদ, বিপদ, শ্বাপদ
সব পদকে হারিয়ে দিল
ইউনিভার্সিটির ভিসি পদ 
 
দুবনা, ০৫ নভেম্বর ২০১৯ 

Sunday, November 3, 2019

বিজ্ঞাপন

দাদা, বিজ্ঞাপন কি?
বিজ্ঞ লোকের পণ। আরও বিশদ ভাবে বললে বিজ্ঞ লোকের পণ ভঙ্গ করার অগ্রিম বার্তা। 
 
দুবনা, ০৪ নভেম্বর ২০১৯ 

ধর্ম অধর্ম

স্বামী আর স্ত্রী যদি ভিন্ন ভিন্ন ধর্মের লোক হয় তবে কি স্ত্রীকে স্বামীর সহধর্মীনী বলা যায়?

দুবনা, ০৩ নভেম্বর ২০১৯

বিজ্ঞপ্তি

আজ থেকে দুই যুগ আগে এই দিনে রুশ সরকারের মধ্যস্থতায় আমরা এক শান্তি চুক্তিতে স্বাক্ষর করি। এরপর বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় হালকা গুলিবর্ষণ হলেও বিশাল রকমের যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই শান্তিপূর্ণ সহাবস্থান প্রক্রিয়া অটুট থাকবে বলে দু পক্ষই আশা প্রকাশ করছে।

দুবনা, ০৪ নভেম্বর ২০১৯ 
 
 

রাগারাগি

অনেক ভেবে দেখলাম পৃথিবীতে সবচেয়ে রাগী মানুষেরা হলেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরা। রাতদিন চব্বিশ ঘণ্টা রাগের মধ্যেই কাটান। 

দুবনা, ০৩ নভেম্বর ২০১৯ 

পেশা নেশা

কারো কাছে পেশাটাই নেশা
আবার কারো কাছে নেশাটাই পেশা
এটা কি পেশার নেশা নাকি নেশার পেশা
নাকি না পেশা না নেশা 
 
দুবনা, ০৩ নভেম্বর ২০১৯ 

৩ রা নভেম্বর

আজ জেল হত্যা দিবস। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল এদিনই যখন রাস্ত্র নিজে ঘাতকের ভুমিকায় অবতীর্ণ হয়। এ ঘটনা শুধু দেশকে পেছনেই ঠেলে দেয় না, স্বাধীনতার চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। দেশ উল্টো পথে হাঁটা শুরু করে। বর্তমানে আমরা জেলহত্যা দিবস পালন করি, প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু সেই সাথে আমরা কী বিচারবিহীন হত্যারও নিন্দা করি, বিচারহীনতার বিরুদ্ধে লড়াই করি? রাস্ত্রীয় পৃষ্ঠপোষকতায় বিচারহীনতার জন্ম কিন্তু এই দিনই। আমরা যদি সত্যি সত্যিই এই নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই সেটা করতে পারব সমাজের বিভিন্ন স্তরে যে বিচারহীনতা বিরাজ করছে সেটাকে উচ্ছেদ করে যাতে ভবিষ্যতে কাউকে রাজনৈতিক হত্যার শিকার হতে না হয়।

দুবনা, ০৩ নভেম্বর ২০১৯

Friday, November 1, 2019

চোখ

দাদা, ঐ লোকটাকে আপনি কোন চোখে দেখেন?

উত্তরে যাই বলি সেটাই মিথ্যে হবে। উত্তর না দিলে হয় না?

এ যে দেখছি উস্কানিমুলক কথা। তাহলে তো শুনতেই হয়।

দেখো, ইদানীং চোখে আর আগের মত ভালো দেখি না, মানে চোখটা একটু খারাপ। তাই যদি বলি ওকে ভালো চোখে দেখি কথাটা ভুল বলা হবে। খারাপ চোখে তো ভালো দেখা যায় না। আর যদি খারাপ চোখে দেখি, সেটাও ভুল, কারণ ওকে আমার ভালো বলেই মনে হয়। তাই বলি কি, তুমি বরং অন্য প্রশ্ন কর যাতে আমার চোখ নিয়ে টানাহ্যাঁচড়া করতে না হয়।

দুবনা, ০২ নভেম্বর ২০১৯