কিছু কিছু মানুষকে যখন পোস্টার ছাপিয়ে মাথার উপর বিভিন্ন নেতানেত্রীদের ছবি লাগিয়ে রং বেরঙের শুভেচ্ছা জানাতে দেখি তখন নিজেদের কেমন যেন এতিম এতিম মনে হয়। কখনো কখনো সেয়ানা যে মনে হয় না তাও কিন্তু নয়। ছোট বেলার কথা মনে পড়ে যায়। তখন সাধারণতঃ ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বর ক্যালেন্ডারের উপরে বসে হাত তুলে আশীর্বাদ জানাতেন। এখন নতুন জাগ্রত দেবতারা ওঁদের জায়গা দখল করেছেন, জনগণের ভাগ্য বিধাতা হয়ে স্বর্গ থেকে কলকাঠি নাড়াচ্ছেন। আর হ্যা, দেবতারা যেমন ভক্তি ছাড়া মানুষের সব ব্যাপারেই অনুৎসুক, এই নব্য দেবতারাও তেমনি জনগণের ভোট আর রেমিটেন্সের টাকা ছাড়া তাদের প্রতি সম্পূর্ণ নির্বিকার।
মস্কো, ১৬ ডিসেম্বর ২০১৯
No comments:
Post a Comment