গতকাল বিড়াল নিয়ে বউ আর আমার মধ্যে এক পশলা দমকা হাওয়া বয়ে গেল। তারপর অনেকক্ষণ চুপচাপ। কিছুক্ষণ পরে পাশে বসা বৌয়ের কাছ থেকে মেসেজ এল। চোখের কোনা দিয়ে দেখে অমিট করে গেলাম। আরও কিছুক্ষণ পরে দমকা হাওয়া মুড বদলিয়ে যখন বসন্ত সমীরণে পরিণত হল, বউ জিজ্ঞেস করল
- মেসেজটা দেখেছ?
- না। কিসের মেসেজ?
- আমি পাঠিয়েছি। দেবীর ছবি।
আমি তো অবাক। এসব তো কখনও করে না। তাই দেখতে শুরু করলাম। ওটা এক ফরোয়ার্ড মেসেজ। লক্ষ্মীর নাম লেখা ছবির লিঙ্ক। আরও লেখা ওটা ফরোয়ার্ড করলে অর্থপ্রাপ্তি, না হলে ক্ষতি। এমনিতে আমি এসব কখনই করি না। এবার একটু বাড়তি সতর্কতা অবলম্বন করলাম। হিসেব করে দেখলাম যদি আমি ফরোয়ার্ড করে কিছু পাইও সেটা শেষ পর্যন্ত বৌয়ের লাভের খাতায় জমা হবে, ক্ষতি হলে বৌয়ের, আর কিছু না হলে কারোরই কোন লাভ বা ক্ষতি নেই। সুতরাং ......
No comments:
Post a Comment