Tuesday, December 10, 2019

ভালমন্দ

আচ্ছা, স্বর্গে সব এত ভালো আর নরকে সব এত খারাপ কেন?
এ তো সোজা কথা। স্বর্গ বা নরকে মানুষ যায় এক জীবনের অভিজ্ঞতা নিয়ে। যাকে বলে স্কিল্ড লেবার। নতুন করে তো কিছু শুরু করতে হয় না। তাই খারাপটা খুব খারাপ আর ভালোটা খুব ভালো হয়। তবে কোথায় ভালো আর কোথায় মন্দ সেটা কিন্তু খুবই আপেক্ষিক।
মানে?
এই ধর ধর্মীয় মৌলবাদী, যারা সারা জীবন যত না মানুষের ভালো করেছে, তার চেয়ে বেশী অন্য ধর্মের মানুষকে কষ্ট দিয়েছে। এদের মধ্যে গলাকাটায় পারদর্শী লোকের সংখ্যা একেবারে কম নয়। এরা যদি স্বর্গে যায়, স্বর্গের অবস্থা কি হবে বুঝতেই পারছ। পেশাদার ঢেঁকি স্বর্গেও ঢেঁকি, নরকেও ঢেঁকি। পেশাদার জল্লাদ স্বর্গেও খুনী, নরকেও খুনী। তাই কোন কাজ স্কিলফুলি মানে ভালো ভাবে করলে কাজটা যে ভালো হবেই হবেই সেটা তো ঠিক নয়।

দুবনা, ১১ ডিসেম্বর ২০১৯



No comments:

Post a Comment