Wednesday, December 11, 2019

ভাবগম্ভীর

ভাবগম্ভীর কি?
ভাব মানে প্রেম যখন গভীর না হয়ে গম্ভীর হয়, তাকে বলে ভাবগম্ভীর। তাতে যত না ভাব, তার চেয়ে বেশি ভাব। ভাব নিয়ে ভাবতে ভাবতে আসে গাম্ভীর্য। আর এসবের জগাখিচুড়ীতে মানুষ হয় ভাবগম্ভীর। যে ভাবে গাম্ভীর্যের গভীরতা যত কম, সে ভাবে কার্বনডাই অক্সাইডের পরিমাণ তত কম, সেই ভাব তত হালকা, ফুরফুরে, বায়বীয়, উড়াল দিতে প্রস্তুত।

ভাব করে ভেবো না, ভেবে কর ভাব
ভাবগম্ভীর হবে না তবে তোমার স্বভাব

দুবনা, ১১ ডিসেম্বর ২০১৯ 
 
 
 

No comments:

Post a Comment