Friday, December 20, 2019

ট্রেন্ড

ফেসবুকে একটা খেলা শুরু হয়েছে। আমার নাম "হুজুগে পাবলিক"। এরপর ব্লা ব্লা ব্লা। তারপর সেখানে সব ঠিক রেখে আমার নাম "হুজুগে পাবলিক ২" লিখে নিজের প্রোফাইলে স্ট্যাটাস দেওয়ার জন্য আবেদন। আমার অনেক বন্ধুই সেই খেলায় মেতে উঠেছে। ভাল। কিন্তু প্রশ্ন হল, যদি টেক্সট একই থাকে, তাহলে হাজার জনের পোস্ট করা একই টেক্সট কেন বার বার পড়তে হবে। আর সবাইকে কেন বন্ধুত্বের অগ্নি পরীক্ষা দিতে হবে? এ খেলাটা যারা কোন দেবদেবতার ছবি বা ধর্মগ্রন্থের বানীসহ দেখা মাত্র শেয়ার না করলে নরকের আগুনে পুড়বেন বলে স্ট্যাটাস দেয় তার চেয়ে কি খুব অন্য রকম? ট্রেন্ডে থাকার জন্য আমাদের আর কতকাল হুজুগের পেছনে ছুটতে হবে? ডিসগাস্টিং

দুবনা, ২০ ডিসেম্বর ২০১৯




No comments:

Post a Comment