বোকামি করাটা সংক্রামক। বুদ্ধিমানের মত কাজ করতে চিন্তা ভাবনার দরকার, কিন্তু বোকামি করতে কিছুই লাগে না, শুধু অনুকরণ ছাড়া। কেউ যদি ২ + ২ = ৫ লিখে একটা স্ট্যাটাস দেয়, মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়, কেউ দেখার চেষ্টাও করে না যে সেটা ভুল। গত কয়েকদিন যাবত নববর্ষকে ঘিরে এত সব স্পাম পাচ্ছি যে ভাবার সময় এসেছে - এমন দায়িত্ব জ্ঞানহীন (হুজুগে পাবলিক) বন্ধু কি আমার আদৌ দরকার? মনে হয় নববর্ষই শুদ্ধি অভিযানের উপযুক্ত সময়!
No comments:
Post a Comment