Thursday, June 29, 2023

প্রশ্ন

একজন দার্শনিক বলেছেন "যারা জানে তারা বলে না, যারা বলে তারা জানে না।" এদের দিয়ে কার কি উপকার হবে সেটাই বুঝি না। কারণ যারা জানে তারা বলে না বলেই যারা জানে না তারা বলে। আর এ থেকেই জন্ম নেয় বিভিন্ন সমস্যা। তাহলে মুখ বন্ধ করে থাকা জ্ঞানীরাই কি সমস্ত সমস্যার মূল নয়?

দুবনা, ২৯ জুন ২০২৩

মরিচের ঝাল

দেশে মরিচের দাম ৪০০ টাকা কেজি। মানুষ নাখোশ। এখানে সেদিন দেখলাম ৫০ গ্রাম মরিচের প্যাকেটের দাম ১২৫ রুবল মানে ২৫০০ রুবল কেজি। শীতে ছিল ৪০০০ রুবল কেজি। আমি মরিচ তেমন খাই না। কখনও সখনও অমলেট খেতে ইচ্ছে করে তাই কেনার আশ জাগে। তবে এত দাম দিয়ে মরিচ কিনি না, দামের ঝালে অমলেট বানিয়ে খেয়ে তৃপ্তি লাভ করি।

দুবনা, ২৯ জুন ২০২৩

Wednesday, June 28, 2023

স্বপ্ন

গতরাতে স্বপ্ন দেখলাম বিশাল এক মিষ্টির দোকানে বসে আছি আর রংবেরং এর মিষ্টি খাচ্ছি। ঘুম ভাঙলো প্রচন্ড কাশিতে। গলায় লোল আটকে প্রাণ যায় যায় অবস্থা। কোন সুহৃদ ব্যক্তি আমাকে সুইট ড্রিম উইশ করেছিলেন দয়া করে সাড়া দিন।

দুবনা, ২৮ জুন ২০২৩

Tuesday, June 20, 2023

ক্লান্তি

সূয্যি মামা টুপ করে ভোলগায় দেয় ডুব
সারাদিন দৌড় ঝাঁপ তার গরম লেগেছে খুব
গা থেকে ঘাম ঝরে দর দর করে
হাসতে হাসতে পেটে খিল চাঁদ বুঝি এই মরে।

দুবনা, ২০ জুন ২০২৩


Monday, June 19, 2023

ভেজাল

মার্কিন পররাষ্ট্র সচিব বলেছেন যে যুক্তরাষ্ট তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না। ওরা যে কখনোই সত্য কথা বলে না সেটা অনেক আগে থেকেই জানতাম। কিন্তু আজকাল ওদের মিথ্যেটাও ভেজালে ভরা। ভেজাল - এটাই কি আজ ওদের জাতীয় চরিত্র?

দুবনার পথে, ১৯ জুন ২০২৩ 

Sunday, June 18, 2023

আমাদের বাবা দিন

রাশিয়ায় বাবা দিবস আছে বলে জানা নেই, অন্তত এই নামে নেই। আমি এমনিতেই রোববার করে মস্কো আসি। মনিকা আর ক্রিস্টিনা ছবি তুলতে যাবে বলে এবার শনিবার এলাম। ইচ্ছে ছিল বিকেলে ছবি তুলব। হঠাৎ ওরা বারবিকিউ করতে চলে গেলে আমি শাহীনের সাথে দেখা করলাম। সকালে ঘুম থেকে উঠতে উঠতে দুপুর গড়িয়ে গেল। ক্রিস্টিনা গেল ফটোসেশনে, মডেলিং করতে। সেভা গেল নিজের কাজে। আমি আর মনিকা লুঝনিকিতে। সেখান থেকে হাঁটতে হাঁটতে ফ্রুঞ্জেনস্কায়া হয়ে ফিরলাম। বেশ কিছু ছবি তুললাম। সাথে এই সেলফি।

মস্কো, ১৮ জুন

বাবা

বাবায় বাবায় আজকে গেছে
টাইম লাইন ভরে
অনেক বাবা এখনও বেঁচে
অনেকে গেছে মরে
কারও বাবা ঘুরে বেড়ায়
কারও বাবা স্মৃতি
বাবা ছেলের কান্ড দেখে
হাসেন মিটিমিটি
ছেলেমেয়ের স্ট্যাটাস পড়ে
কেউ দেয় বাহবা
আমি ভাবি
বাঙালি না রাশিয়ান এই বাবা। 

মস্কো, ১৮ জুন ২০২৩

Friday, June 16, 2023

হাত পা

তোমার পদক্ষেপ কতটুকু সফল হবে অথবা আদৌ সাফল্যের মুখ দেখবে কি না সেটা নির্ভর করে বিগ ব্রাদার তোমার প্রয়াসে হস্তক্ষেপ করবে কিনা আর করলে কিভাবে করবে তার উপর।

দুবনা, ১৬ জুন ২০২৩

Thursday, June 15, 2023

ভোলগাস্নান

এবছর প্রথম বারের মত ভোলগায় নিজের শরীরটা ঝাঁপিয়ে আনলাম। উপরে একজন জিজ্ঞেস করল
জল কেমন?
ভেজা ও তরল।
তাপমাত্রা?
১৫-১৬।‌ ঠান্ডা তবে ফ্রেশ। 

ওরা বসে রইল রোদ পোহাতে। আমি তো ছোটবেলায় রোদ পোহানোর কাজ শেষ করেছি। তাই রোদে গা শুকিয়ে বাসার দিকে রওনা হলাম। 

মেয়েরা আসে গাউন পরে। সেটা খুলে সাঁতার কাটে বা রোদ পোহায়। আবার সুইমিং কস্টিউমের উপর ওটা চাপিয়ে বাসায় ফেরে। মনে হল লুঙ্গি একটা অপশন হতে পারে আমার জন্য। 

দুবনা, ১৫ জুন ২০২৩

ফোরাম

গতকাল সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম তার কাজ শুরু করল। ১৪ -১৭ জুন ২০২৩ এই ফোরামে শতাধিক দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। রাশিয়ায় বা রাশিয়ার সক্রিয় অংশগ্রহণে এ ধরনের অনেক ফোরাম আজকাল বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। যেখানে পশ্চিমা বিশ্ব যে কোন ফোরামে ইউক্রেন ইস্যু টেনে এনে সেটাকে রুশবিরোধী রাজনৈতিক রূপ দিতে চায় রাশিয়া সেখানে বিভিন্ন ধরনের ফোরামের আয়োজন করে দেখায় ইউক্রেনের বাইরেও পৃথিবীতে অনেক সমস্যা আছে যেগুলোর আশু সমাধান দরকার। এটাও প্রমাণ করে যুদ্ধটা আসলে কার বেশি দরকার, কার স্বার্থে - রাশিয়ার না আমেরিকার।

দুবনা, ১৫ জুন ২০২৩

Wednesday, June 14, 2023

ট্রেন্ড

খবরের কাগজে চোখ রাখলে প্রায়ই দেখা যায় ধর্মগুরুদের বিভিন্ন অপকর্মের কাহিনী। ব্যাপারটা এই নয় যে অন্যেরা অপরাধ বা অপকর্ম করে না। তবে ধর্মগুরুরা যেহেতু নিজেদের সৎ বলে দাবি করে তাই এই প্রশ্ন জাগে। আর এসব অন্যায় করা হয় ঈশ্বরের নামে। তবে আজকাল যেভাবে বিভিন্ন ধরণের দুর্নীতি ও অপরাধ করতে গণতন্ত্র, মানবতা এসবের নাম নেয়া হয় তাতে অচিরেই এসব ইজম ধর্মকে ছাড়িয়ে যাবে আর রাজনৈতিক নেতারা ধর্মগুরুদের টেক্কা দেবে। 

দুবনা, ১৪ জুন ২০২৩

Monday, June 12, 2023

জাতীয়তা

ইদানিং ফেসবুকে এক নতুন খেলা শুরু হয়েছে- চেহারা দেখে জাতীয়তা নির্ধারণ। মজার ব্যাপার হল একজন জন বাংলাদেশীও বাঙালি বা বাংলাদেশী বলে স্বীকৃতি পাচ্ছে না। কেউ চাইনিজ, কেউ জাপানিজ, কানাডিয়ান, আমেরিকান, জার্মান, বৃটিশ, মিশরীয়, আর্জেন্টিয়ান, ব্রাজিলিয়ান, ফিলিপিনো আরও কত কি? এভাবে চলতে থাকলে ফেসবুক জগতে বাঙালি বলে কেউ থাকবে বলে মনে হয় না। এই খেলায় কি বাঙালি বলে কোন অপশন নেই নাকি কেউ বাঙালি হতে চায় না?

দুবনা, ১৩ জুন ২০২৩

Friday, June 9, 2023

আলিঙ্গন

বিশ্বের সবচেয়ে আন্তরিক ও অতিথিপরায়ণ দেশ কোনটি?
গ্রীষ্ম কালের বাংলাদেশ!
কেন?
কারণ এসময় বাংলাদেশ তার অতিথিদের শুধু উষ্ণ নয়, একেবারে যাকে বলে গরম গরম অভিনন্দন জানায়। সেই আলিঙ্গনের উত্তাপে এমনকি শীতল অতিথি পর্যন্ত ঘেমে নেয়ে ওঠে।

দুবনা, ০৯ জুন ২০২৩
http://bijansaha.ru/albshow.html?tag=239

প্রাণী ও মানুষ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদ ৯০০ দিন অবরুদ্ধ ছিল। বিভিন্ন ডকুমেন্ট থেকে জানা যায় সে সময় সাধারণ মানুষের জন্য দৈনিক খাদ্য বরাদ্দ ছিল একশ পঁচিশ গ্রামের এক টুকরা রুটি। লোকজন এমনকি মৃত মানুষের মাংস পর্যন্ত খেয়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও কেউ চিড়িয়াখানার জীবজন্তু হত্যা করে খায়নি। চেষ্টা করেছে এদের সাহায্য করতে।

গতকাল কাখভ বাঁধের উপর আক্রমণ চালিয়েছে ইউক্রেন। ওরা এবং পশ্চিমা বিশ্ব বলছে এটা রাশিয়া করেছে। এটা যে বলবে সে ব্যাপারে অবশ্য কারোই সন্দেহ ছিল না। এর ফলে অনেক লোকজন ক্ষতিগ্রস্থ হয়েছে। একটা পার্কে অনেক জীবজন্তু মারা গেছে। ছাদের উপরে কুকুর, বিড়াল, শুয়োর সাহায্যের অপেক্ষায় আছে। লোকজন নিজেদের প্রাণ তুচ্ছ করে এসব প্রাণীদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এসব প্রাণীকে দেখলে মনে হয় ওরাও যেন বোঝে যে রুশরা ওদের ফেলে যাবে না। মারিওপোলের যুদ্ধের সময় ঠিক একই ঘটনা ঘটতে দেখেছি। অসহায় জীবজন্তু আশ্রয় পেয়েছে রুশ শিবিরে।

দুবনা, ০৯ জুন ২০২৩

সকালের দুপুর

সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি দুপুর হয়ে গেছে। আসলে সময় তো মাত্র সাড়ে সাতটা। কিন্তু এর মধ্যেই সূর্য যেভাবে দাউদাউ করে জ্বলছে তাতে ওকে আর ভোরের সূর্য বলার উপায় নেই। অগ্নি বাণে সবকিছু পুড়াতে পুড়াতে সূর্য এগিয়ে আসছে। আমি অপেক্ষায় আছি কবে ও ভোলগার জল গরম করবে। সাঁতার কাটতে ডাকছে ভোলগাতুতো ভাই-বোনেরা। 

দুবনা, ০৯ জুন ২০২৩

Wednesday, June 7, 2023

কর্ম

বলা হয়ে থাকে যে "কর্মই ধর্ম" বা "মানুষ বেঁচে থাকে তার কর্মে"। মানুষের মত সমাজ বা দেশও বেঁচে থাকে তার কর্মে। ভেবে দেখুন তো আজ যদি পিরামিড না থাকতো টোটনখামনের কথা কেউ জানত কি না? কেউ জানত কি না সেই সময়ের মিশরের কথা? বিভিন্ন মন্দির না থাকলে আজটেক বা মায়া সভ্যতা সম্পর্কে আমরা কতটুকু জানতাম? অথবা প্রাচীন ভারতের? বিভিন্ন দুর্গ, প্রাসাদ, সমাধি এসব শুধু রাজাদের কথাই বলে না, আঁকে সেই সময়ের সমাজের চিত্র। তাই অতীতের স্মৃতি বহনকারী বিভিন্ন সৌধ উপেক্ষা করে আমরা শুধু কোন রাজা বাদশাহর স্মৃতিই মুছে ফেলি না, মুছে ফেলি সেই সময়ের সমাজের সমস্ত জাতি, ধর্ম ও পেশার মানুষের ইতিহাস।

দুবনা, ০৭ জুন ২০২৩

Tuesday, June 6, 2023

শিক্ষা

মানুষ ইতিহাস মানে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় না আর আমি প্রতিদিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেই না। প্রায় প্রতিদিনই বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় - হোক তা দোকান বা হাসপাতাল বা ব্যাংক বা অন্য কিছু। আমি সব সময়ই যাতায়াতের সময় প্লাস সেখানে কতটুকু সময় লাগতে পারে তার একটা খসড়া হিসেব করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করি আর প্রায় প্রতিদিনই দেখি লাইনে দাঁড়িয়ে অনেক সময় নষ্ট করছি, পরবর্তী কাজে দেরি করছি। কলেজ ও ভার্সিটি লাইফে প্রেম করার আরেক নাম ছিল লাইন মারা। মনে হয় জীবনে এত কম প্রেম করেছি যে লাইনের কথা মনেই থাকে না। 

দুবনা, ০৬ জুন ২০২৩

Monday, June 5, 2023

বিভ্রাট

বিদ্যুৎ তোমায় দিলাম আজকে ছুটি
দুপুরের গরম যেন ঝলসানো রুটি

মস্কো, ০৫ জুন ২০২৩

Friday, June 2, 2023

সাক্ষীগোপাল

শারীরিক বা মানসিক ভাবে তুমি হাজারো অক্ষম হতে পার, কিন্তু ক্ষমতার ক্ষমতায় তুমি মহা সক্ষম। তাই এধরনের মানুষ, পেছন থেকে যারা কলকাঠি নাড়ে, সব সময়ই তাদের প্রিয় পাত্র। এতে করে নেপথ্যের কুশীলবরা কোণ রকম জবাবদিহিতার তোয়াক্কা না করে নিজেদের খেয়ালখুশি অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করতে পারে, করে। আজ যে দেশে দেশে অজনপ্রিয় ও দুর্বল নেতাদের জয়জয়কার সেটা আসলে তাদের দুর্বলতার কারণে। এরা সবাই আসলে সাক্ষীগোপাল। পেছনে অস্ত্রধারী শিকারী থাকলে এমনকি ভীতুরডিম শার্দূলও শুনেছি বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে।

দুবনা, ০২ জুন ২০২৩