একজন দার্শনিক বলেছেন "যারা জানে তারা বলে না, যারা বলে তারা জানে না।" এদের দিয়ে কার কি উপকার হবে সেটাই বুঝি না। কারণ যারা জানে তারা বলে না বলেই যারা জানে না তারা বলে। আর এ থেকেই জন্ম নেয় বিভিন্ন সমস্যা। তাহলে মুখ বন্ধ করে থাকা জ্ঞানীরাই কি সমস্ত সমস্যার মূল নয়?
দুবনা, ২৯ জুন ২০২৩
No comments:
Post a Comment