রাশিয়ায় বাবা দিবস আছে বলে জানা নেই, অন্তত এই নামে নেই। আমি এমনিতেই রোববার করে মস্কো আসি। মনিকা আর ক্রিস্টিনা ছবি তুলতে যাবে বলে এবার শনিবার এলাম। ইচ্ছে ছিল বিকেলে ছবি তুলব। হঠাৎ ওরা বারবিকিউ করতে চলে গেলে আমি শাহীনের সাথে দেখা করলাম। সকালে ঘুম থেকে উঠতে উঠতে দুপুর গড়িয়ে গেল। ক্রিস্টিনা গেল ফটোসেশনে, মডেলিং করতে। সেভা গেল নিজের কাজে। আমি আর মনিকা লুঝনিকিতে। সেখান থেকে হাঁটতে হাঁটতে ফ্রুঞ্জেনস্কায়া হয়ে ফিরলাম। বেশ কিছু ছবি তুললাম। সাথে এই সেলফি।
মস্কো, ১৮ জুন
No comments:
Post a Comment