Friday, June 9, 2023

সকালের দুপুর

সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি দুপুর হয়ে গেছে। আসলে সময় তো মাত্র সাড়ে সাতটা। কিন্তু এর মধ্যেই সূর্য যেভাবে দাউদাউ করে জ্বলছে তাতে ওকে আর ভোরের সূর্য বলার উপায় নেই। অগ্নি বাণে সবকিছু পুড়াতে পুড়াতে সূর্য এগিয়ে আসছে। আমি অপেক্ষায় আছি কবে ও ভোলগার জল গরম করবে। সাঁতার কাটতে ডাকছে ভোলগাতুতো ভাই-বোনেরা। 

দুবনা, ০৯ জুন ২০২৩

No comments:

Post a Comment