Wednesday, June 28, 2023

স্বপ্ন

গতরাতে স্বপ্ন দেখলাম বিশাল এক মিষ্টির দোকানে বসে আছি আর রংবেরং এর মিষ্টি খাচ্ছি। ঘুম ভাঙলো প্রচন্ড কাশিতে। গলায় লোল আটকে প্রাণ যায় যায় অবস্থা। কোন সুহৃদ ব্যক্তি আমাকে সুইট ড্রিম উইশ করেছিলেন দয়া করে সাড়া দিন।

দুবনা, ২৮ জুন ২০২৩

No comments:

Post a Comment