দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদ ৯০০ দিন অবরুদ্ধ ছিল। বিভিন্ন ডকুমেন্ট থেকে জানা যায় সে সময় সাধারণ মানুষের জন্য দৈনিক খাদ্য বরাদ্দ ছিল একশ পঁচিশ গ্রামের এক টুকরা রুটি। লোকজন এমনকি মৃত মানুষের মাংস পর্যন্ত খেয়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও কেউ চিড়িয়াখানার জীবজন্তু হত্যা করে খায়নি। চেষ্টা করেছে এদের সাহায্য করতে।
গতকাল কাখভ বাঁধের উপর আক্রমণ চালিয়েছে ইউক্রেন। ওরা এবং পশ্চিমা বিশ্ব বলছে এটা রাশিয়া করেছে। এটা যে বলবে সে ব্যাপারে অবশ্য কারোই সন্দেহ ছিল না। এর ফলে অনেক লোকজন ক্ষতিগ্রস্থ হয়েছে। একটা পার্কে অনেক জীবজন্তু মারা গেছে। ছাদের উপরে কুকুর, বিড়াল, শুয়োর সাহায্যের অপেক্ষায় আছে। লোকজন নিজেদের প্রাণ তুচ্ছ করে এসব প্রাণীদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এসব প্রাণীকে দেখলে মনে হয় ওরাও যেন বোঝে যে রুশরা ওদের ফেলে যাবে না। মারিওপোলের যুদ্ধের সময় ঠিক একই ঘটনা ঘটতে দেখেছি। অসহায় জীবজন্তু আশ্রয় পেয়েছে রুশ শিবিরে।
দুবনা, ০৯ জুন ২০২৩
No comments:
Post a Comment