ইদানিং ফেসবুকে এক নতুন খেলা শুরু হয়েছে- চেহারা দেখে জাতীয়তা নির্ধারণ। মজার ব্যাপার হল একজন জন বাংলাদেশীও বাঙালি বা বাংলাদেশী বলে স্বীকৃতি পাচ্ছে না। কেউ চাইনিজ, কেউ জাপানিজ, কানাডিয়ান, আমেরিকান, জার্মান, বৃটিশ, মিশরীয়, আর্জেন্টিয়ান, ব্রাজিলিয়ান, ফিলিপিনো আরও কত কি? এভাবে চলতে থাকলে ফেসবুক জগতে বাঙালি বলে কেউ থাকবে বলে মনে হয় না। এই খেলায় কি বাঙালি বলে কোন অপশন নেই নাকি কেউ বাঙালি হতে চায় না?
দুবনা, ১৩ জুন ২০২৩
No comments:
Post a Comment