Wednesday, June 7, 2023

কর্ম

বলা হয়ে থাকে যে "কর্মই ধর্ম" বা "মানুষ বেঁচে থাকে তার কর্মে"। মানুষের মত সমাজ বা দেশও বেঁচে থাকে তার কর্মে। ভেবে দেখুন তো আজ যদি পিরামিড না থাকতো টোটনখামনের কথা কেউ জানত কি না? কেউ জানত কি না সেই সময়ের মিশরের কথা? বিভিন্ন মন্দির না থাকলে আজটেক বা মায়া সভ্যতা সম্পর্কে আমরা কতটুকু জানতাম? অথবা প্রাচীন ভারতের? বিভিন্ন দুর্গ, প্রাসাদ, সমাধি এসব শুধু রাজাদের কথাই বলে না, আঁকে সেই সময়ের সমাজের চিত্র। তাই অতীতের স্মৃতি বহনকারী বিভিন্ন সৌধ উপেক্ষা করে আমরা শুধু কোন রাজা বাদশাহর স্মৃতিই মুছে ফেলি না, মুছে ফেলি সেই সময়ের সমাজের সমস্ত জাতি, ধর্ম ও পেশার মানুষের ইতিহাস।

দুবনা, ০৭ জুন ২০২৩

No comments:

Post a Comment