Monday, June 19, 2023

ভেজাল

মার্কিন পররাষ্ট্র সচিব বলেছেন যে যুক্তরাষ্ট তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না। ওরা যে কখনোই সত্য কথা বলে না সেটা অনেক আগে থেকেই জানতাম। কিন্তু আজকাল ওদের মিথ্যেটাও ভেজালে ভরা। ভেজাল - এটাই কি আজ ওদের জাতীয় চরিত্র?

দুবনার পথে, ১৯ জুন ২০২৩ 

No comments:

Post a Comment