Thursday, June 29, 2023

মরিচের ঝাল

দেশে মরিচের দাম ৪০০ টাকা কেজি। মানুষ নাখোশ। এখানে সেদিন দেখলাম ৫০ গ্রাম মরিচের প্যাকেটের দাম ১২৫ রুবল মানে ২৫০০ রুবল কেজি। শীতে ছিল ৪০০০ রুবল কেজি। আমি মরিচ তেমন খাই না। কখনও সখনও অমলেট খেতে ইচ্ছে করে তাই কেনার আশ জাগে। তবে এত দাম দিয়ে মরিচ কিনি না, দামের ঝালে অমলেট বানিয়ে খেয়ে তৃপ্তি লাভ করি।

দুবনা, ২৯ জুন ২০২৩

No comments:

Post a Comment