Tuesday, June 20, 2023

ক্লান্তি

সূয্যি মামা টুপ করে ভোলগায় দেয় ডুব
সারাদিন দৌড় ঝাঁপ তার গরম লেগেছে খুব
গা থেকে ঘাম ঝরে দর দর করে
হাসতে হাসতে পেটে খিল চাঁদ বুঝি এই মরে।

দুবনা, ২০ জুন ২০২৩


No comments:

Post a Comment